রাজশাহী বুধবার, ৯ই অক্টোবর ২০২৪, ২৫শে আশ্বিন ১৪৩১


৬ আগস্ট : ইতিহাসের এই দিনে


প্রকাশিত:
৬ আগস্ট ২০২১ ১৯:০০

আপডেট:
৯ অক্টোবর ২০২৪ ১৫:২৫

প্রতীকী ছবি

আজ ০৬ আগস্ট ২০২১, শুক্রবার, ২২ শ্রাবণ ১৪২৮ বঙ্গাব্দ। আজকের দিনটি সময়ের হিসাবে অতি অল্প সময়। আবার একটি ঘটনার জন্য যথেষ্ট সময়। ইতিহাস ঘেঁটে দেখা যায় বছরের প্রতিটি দিনেই ঘটেছে নানা উল্লেখযোগ্য ঘটনা। অনেকের আজ জন্মবার্ষিকী আবার কেউ মৃত্যুবরণ করেছিলেন এই দিনেই। চলুন এক নজরে দেখে নেয়া যাক আজকের দিনের ঘটে যাওয়া উল্লেখযোগ্য কিছু বিষয়-

ঘটনাবলি
১৮২৫ - স্পেনের উপনিবেশ থেকে মুক্ত হয়ে স্বাধীনতা লাভ করে ল্যাটিন আমেরিকার দেশ বলিভিয়া।
১৮৯০- নিউইয়র্কে মৃত্যুদণ্ড কার্যকর করার জন্য সর্বপ্রথম বৈদ্যুতিক চেয়ার ব্যবহৃত হয়।
১৯১৪- রাশিয়ার বিরুদ্ধে অস্ট্রিয়া যুদ্ধ ঘোষণা করে।
১৯৪৫- জাপানের হিরোশিমায় যুক্তরাষ্ট্র বিশ্বের প্রথম পরমাণু বোমা নিক্ষেপ করে। অঞ্চলটিতে ধ্বংসলীলা দেখা যায় তখন। সেই ক্ষত হিরোশিমা বয়ে বেড়িয়েছে দীর্ঘদিন।
১৯৬২- যুক্তরাজ্যের কাছ থেকে স্বাধীন হয় পশ্চিম ভারতীয় দ্বীপ জ্যামাইকা।

জন্ম
১৮০৯- লর্ড আলফ্রেড টেনিসন, ব্রিটিশ কবি।
১৮৮১- স্যার আলেকজান্ডার ফ্লেমিং, নোবেলজয়ী স্কটিশ জীবাণুতত্ত্ববিদ বিখ্যাত বিজ্ঞানী।
১৯৩৯- পঙ্কজ ভট্টাচার্য চট্টগ্রাম জেলায় রাউজান থানার নোয়াপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন।

মৃত্যু
১৬৩৭- বেন জনসন, ব্রিটিশ কবি ও নাট্যকার।
১৯৪১- রবীন্দ্রনাথ ঠাকুর, বাঙালি কবি, ঔপন্যাসিক, সংগীতস্রষ্টা, নাট্যকার, চিত্রকর, ছোটগল্পকার, প্রাবন্ধিক, অভিনেতা, কণ্ঠশিল্পী ও দার্শনিক।
১৯৫৭- আরভিং ল্যাংম্যুয়ির, নোবেলজয়ী মার্কিন রসায়নবিদ।
১৯৫৯- ওস্তাদ মোহাম্মদ খসরু, বিখ্যাত উচ্চাঙ্গ সংগীতশিল্পী।
১৯৮১- ভূপেশ গুপ্ত, ভারতের কমিউনিস্ট নেতা।
২০০৪- বরেণ্য সাংবাদিক-সাহিত্যিক, দৈনিক সংবাদের সাবেক সিনিয়র সহকারী সম্পাদক সন্তোষ গুপ্তের মৃত্যুবার্ষিকী।

 

 

আরপি/এসআর-০৩



আপনার মূল্যবান মতামত দিন:

Top