রাজশাহী বৃহঃস্পতিবার, ২রা মে ২০২৪, ২০শে বৈশাখ ১৪৩১


২৩ মে: ইতিহাসের এই দিনে


প্রকাশিত:
২৩ মে ২০২১ ১৮:১৫

আপডেট:
২ মে ২০২৪ ১২:৩৫

প্রতিকী ছবি

আজ ২৩ মে ২০২১, রোববার। ০৯ জ্যৈষ্ঠ, ১৪২৮ বঙ্গাব্দ। গ্রেগরিয়ান বর্ষপঞ্জী অনুসারে বছরের ১৪৩ তম (অধিবর্ষে ১৪৪ তম) দিন আজ। ইতিহাসে আজকের এই দিনে ঘটে গেছে উল্লেখযোগ্য অনেক ঘটনা। একনজরে দেখে নিন আজকের দিনে বিশিষ্টজনদের জন্ম-মৃত্যুসহ গুরুত্বপূর্ণ আরও কিছু তথ্য।

 

ঘটনাবলি

১২৯৩ - জাপানের কামাকুরাতে ভূমিকম্পে ৩০ হাজার লোকের মৃত্যু হয়।

১৪৩০ - ইংরেজরা জোয়ান অব আর্ককে গ্রেপ্তার করে।

১৪৯৮ - পর্তুগিজ নাবিক ভাস্কো-দা-গামা উত্তমাশা অন্তরীপ হয়ে ভারতের কালিকট বন্দরে এসেছিলেন।

১৫৬৪ - নেদারল্যান্ডসের স্বাধীনতা দিবস।

১৬০৯ - শেক্সপিয়ারের সনেট প্রথম প্রকাশিত হয় লন্ডনে।

১৭৮৫ - মার্কিন বৈজ্ঞানিক বেনজামিন ফ্রাঙ্কলিন একটি পত্রে তার সর্বশেষ আবিষ্কার বাইফোকাল চশমার কথা জানান।

১৮১৮ - প্রথম বাংলা সংবাদপত্র ‘সমাচার দর্পণ’ প্রকাশিত হয়।

১৯০২ - কিউবা একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে এবং এই দিনে সকল মার্কিন সেনা কিউবা ত্যাগ করে।

১৯১০ - টোকিও সরকার কোরীয় উপদ্বীপকে জাপানের অংশ বলে ঘোষণা করে।

১৯১১ - নিউইয়র্ক পাবলিক লাইব্রেরি আনুষ্ঠানিকভাবে খুলে দেওয়া হয়।

১৯১৫ - প্রথম মহাযুদ্ধে অষ্ট্রিয়া এবং হাঙ্গেরির বিরুদ্ধে ইতালি যুদ্ধ ঘোষণা করে।

১৯২০ - এশিয়ার প্রথম কমিউনিস্ট সংগঠন ইন্দোনেশিয়ার কমিউনিস্ট পার্টি গঠিত হয়।

১৯৩২ - ইয়ারহার্ট প্রথম মহিলা যিনি একক উড্ডয়নে আটলান্টিক পাড়ি দেন।

১৯৩৪ - সীমান্ত বিরোধ নিয়ে সৌদি আরব ও ইয়েমেনের মধ্যে যুদ্ধ শেষ হওয়ার পর পরাজিত ইয়েমেন সরকার তায়েফ চুক্তি স্বাক্ষর করে।

১৯৩৯ - আমেরিকা ও ইউরোপের মধ্যে প্যান আমেরিকান এয়ারওয়েজের বিমান চলাচল শুরু হয়।

১৯৪৭ - ব্রিটিশ মন্ত্রিসভা ভারত বিভক্ত করার ঐতিহাসিক প্রস্তাব মেনে নেয়।

১৯৮৩ - কুমারী বাচেন্দী পাল প্রথম ভারতীয় মহিলা হিসেবে এভারেস্ট জয় করেন।

১৯৮৩ - এইচআইভি ভাইরাস সম্পর্কে প্রথম প্রকাশিত হয় সায়েন্স ম্যাগাজিনে।

১৯৮৬ - পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয়।

২০০৬ - চীনে বিশ্বের সর্ববৃহৎ জলবিদ্যুৎ কেন্দ্র প্রতিষ্ঠার জন্য ঐতিহাসিক থ্রি গর্জেস বাঁধ (Three Gorges Dam) নির্মাণ সমাপ্ত হয়। এর কাজ শুরু হয় ১৯৯৭ সালে।

 

জন্ম

১৭৯৯ - কবি টমাস হুড।

১৭৯৯ - ফরাসি সাহিত্যিক অনোরে দ্য বালজাক।

১৮০৬ - ইংরেজ দার্শনিক ও অর্থনীতিবিদ জন স্টুয়ার্ট মিল।

১৮১০ - আমেরিকার সাংবাদিক ও নারীবাদী মার্গারেট ফুলার।

১৮৫৫ - ইংরেজ নারীবাদী ইসাবেলা ফোর্ড।

১৮৮১ - রোমানীয় কবি তুদোর আর্গেজি।

১৮৯১ - নোবেলজয়ী সুইডিশ কবি পার ল্যাগেরকভিস্ত।

১৯৪৭ - বার্নার্ড কমরি, ব্রিটিশ ভাষাবিজ্ঞানী।

১৯৫১ - আনাতোলি কারপভ, দাবার বিশ্বচ্যাম্পিয়ন।

 

মৃত্যু

১৫০৬ - ক্রিস্টোফার কলম্বাস।

১৮৫৭ - অগুস্তাঁ লুই কোশি, ফরাসি গণিতবিদ।

১৯০৬ - নরওয়েজীয় নাট্যকার ও কবি হেনরিক ইবসেন।

১৯৩০ - প্রত্নতাত্ত্বিক ও ঐতিহাসিক রাখালদাস বন্দ্যোপাধ্যায়।

১৯৩২ - স্বদেশি আন্দোলনের নেতা ও বিশিষ্ট বাগ্মী বিপিনচন্দ্র পাল।

১৯৩৭ - মার্কিন ধনকুবের ও শিল্পপতি জন ডেভিড রকফেলার।

১৯৪০ - সুইডেনের নোবেলজয়ী (১৯১৬) কথাসাহিত্যিক কার্ল গুস্তাফ ভন হাইডেনস্টমের মৃত্যু।

২০০৯ - রিপাবলিক অব কোরিয়ার ১৬তম প্রেসিডেন্ট রহ-মু-হিয়ান। 

 

 

 

আরপি/এসআর-০৭



আপনার মূল্যবান মতামত দিন:

Top