রাজশাহী শুক্রবার, ২৬শে এপ্রিল ২০২৪, ১৪ই বৈশাখ ১৪৩১


ফিলিস্তিনের জমি কিনছে ইসরাইল!


প্রকাশিত:
২১ জুলাই ২০২১ ১১:৩৬

আপডেট:
২১ জুলাই ২০২১ ১১:৩৬

নতুন কৌশল নিয়ে এগুচ্ছে ইসরাইল? এবার খবর এসেছে ভিন্নরকম। পশ্চিমতীরে আরও বেশি করে অবৈধ ইহুদি বসতি গড়ার জন্য গোপনে ফিলিস্তিনিদের কাছ থেকে জমি কিনছে ইসরাইলিরা। ইসরাইলের জিওস ন্যাশনাল ফান্ড (এনজেএফ) নামে ইহুদিদের একটি সংস্থা গোপনে ফিলিস্তিনি এসব জমি কিনছে। খবর আরব নিউজ ও হারেৎজের।

ইসরাইলি পত্রিকা হারেৎজ সম্প্রতি এ বিষয়ে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করে। এতে আরও বলা হয়, ১৯০১ সাল থেকে ইহুদি এ সংগঠনটি গোপনে তহবিল গঠন করছে। তাদের লক্ষ্য ছিল আটোমান আমলের ফিলিস্তিনিদের কাছ থেকে জমি কিনে সেখানে অবৈধ ইহুদি বসতি নির্মাণ করা। এ থেকে বুঝা যায় ফিলিস্তিনিদের ভূমি দখলের চক্রান্ত ইহুদিদের বহু দিনের।

এনজেএফ সম্পতি পশ্চিমতীরের সি-ব্লকে কয়েকশ' মিলিয়ন ডলারের জমি কিনেছে যা আর্ন্জাতিক আইনে সম্পূর্ণ অবৈধ।

এভাবে পরিকল্পিতভাবে ফাঁদে ফেলে ফিলিস্তিনিদের জমি হাতিয়ে নিয়ে সেখানে অবৈধ ইহুদি বসতি নির্মাণ একেবারেই আইন বহির্ভুত বলে জানিয়েছে আন্তর্জাতিক সম্প্রদায়। কেবল ২০১৭ সালর পর থেকেই ৩০ মিলিয়ন ডলারের জমি কিনেছে ইহুদিরা।এর বহু আগে থেকেই চলছে ইহুদিদের গোপন এ মিশন।

 

আরপি/আআ



আপনার মূল্যবান মতামত দিন:

Top