রাজশাহী সোমবার, ২৯শে এপ্রিল ২০২৪, ১৭ই বৈশাখ ১৪৩১


বাঘায় ডেঙ্গু আক্রান্ত হয়ে কলেজ শিক্ষিকার মৃত্যু


প্রকাশিত:
১৬ অক্টোবর ২০২৩ ১৯:২৮

আপডেট:
২৯ এপ্রিল ২০২৪ ০৬:৪৫

ফাইল ছবি

রাজশাহীর বাঘায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসনা বানু (৪৭) নামের এক কলেজ শিক্ষিকার মৃত্যু হয়েছে।

সোমবার (১৬ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

হাসনা বানু উপজেলার মনিগ্রাম টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের কলেজ শাখার বাংলা বিভাগের প্রভাষক ও একই কলেজের কম্পিউটার প্রদর্শক এবং উপজেলার মনিগ্রাম ইউ নিয়নের তুলশিপুর গ্রামের আবদুল মান্নানের স্ত্রী।

আরও পড়ুন: একদিনে ডেঙ্গুতে ঝড়ল ১২ প্রাণ, নতুন ভর্তি ২৪৭৫

হাসনা বানুর এ স্বামী আবদুল মান্নান বলেন, হাসনা বানু বেশ কিছুদিন থেকে গায়ে জ্বর অনুভব করছিল। পরে এনএসআই পরীক্ষা করে ডেঙ্গু শনাক্ত হয়। বাড়ি রেখে চিকিৎসকের
পরামর্শে তার চিকিৎসায় শারিরীক অবস্থার উন্নতি না হওয়ায় রোববার (১৫ অক্টোবর) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় তাকে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (১৬ অক্টোবর) সকাল সাড়ে ৭টায় মারা যান।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. আশাদুজ্জামান আসাদ জানান, হাসনা বানু পারভীন নামের এক কলেজ প্রভাষকের মৃত্যু হয়েছে শুনেছি।

 

 

আরপি/এসআর-১৫


বিষয়: ডেঙ্গু


আপনার মূল্যবান মতামত দিন:

Top