রাজশাহী বৃহঃস্পতিবার, ৩রা এপ্রিল ২০২৫, ২১শে চৈত্র ১৪৩১


চিত্রনায়ক সাত্তার আর নেই


প্রকাশিত:
৫ আগস্ট ২০২০ ০৫:৫২

আপডেট:
৫ আগস্ট ২০২০ ০৫:৫৩

চিত্রনায়ক সাত্তার। ফাইল ছবি

আশির দশকের জনপ্রিয় চিত্রনায়ক সাত্তার আর নেই।মঙ্গলবার (৪ আগস্ট) সন্ধ্যা ৭টায় নারায়ণগঞ্জে নিজ বাসায় ইন্তেকাল করেন তিনি। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতির সভাপতি খোরশেদ আলম খসরু এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সাত্তার ভাই একসময়ে জনপ্রিয় নায়ক ছিলেন। বহু সিনেমায় অভিনয় করেছেন তিনি। দীর্ঘদিন ধরে তিনি অসুস্থ। তার চিকিৎসা চলছিল। কিন্তু সবাইকে কাঁদিয়ে আজ তিনি না ফেরার দেশে চলে গেলেন। আমি তার আত্মার শান্তি কামনা করছি এবং তার শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।

এছাড়া সাত্তারের মৃত্যুতে খবরটি শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খানও নিশ্চিত করেছেন। তিনি ফেসবুকে লেখেন, চলচ্চিত্র শিল্পী সমিতির আজীবন সদস্য চিত্রনায়ক সাত্তার সন্ধ্যা ৭টায় ইন্তেকাল করেছেন।

 

আরপি/আআ-০৩



আপনার মূল্যবান মতামত দিন:

Top