১৮ অক্টোবর চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন

মৌসুমী ও মিশা সওদাগর আগামী ১৮ অক্টোবর বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন বলে জানিয়েছেন সমিতির বর্তমান সাধারণ সম্পাদক জায়েদ খান।
আর চলতি মাসেই চলচ্চিত্র নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করবে।
জায়েদ খান বলেন, ‘আমরা একটি সুষ্ঠু নির্বাচন আশা করছি। এবারও আমাকে প্রার্থী হিসেবে দেখা যাবে।’
জানা যায়, আসছে নির্বাচনেও মিশা সওদাগরকে সভাপতি করে সাধারণ সম্পাদক প্রার্থী হবেন জায়েদ। তবে বর্তমান সমিতির অনেকেই এই প্যানেলে থাকছেন না।
অন্যদিকে চিত্রনায়িকা মৌসুমীকে সভাপতি করে তৈরি হচ্ছে অপর প্যানেল। এরইমধ্যে মৌসুমী আনুষ্ঠানিকভাবেই নিজের প্রার্থিতা ঘোষণা করেছেন। তার সঙ্গে সাধারণ সম্পাদক হিসেবে দেখা যেতে পারে চিত্রনায়ক সাইমন সাদিককে।
এই প্যানেলে আরও থাকার কথা শোনা যাচ্ছে রিয়াজ ও ফেরদৌসের।
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বি-বার্ষিক মেয়াদে (২০১৭-১৯) গত নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ২০১৭ সালের ৫ মে। সে হিসেবে মেয়াদ পূর্তির দুই বছর পার হলেও নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়নি এখনও। অবশেষ চলতি মাসে আসছে নির্বাচনের ঘোষণা।
আরপি/ এমএইচ
আরপি/ এমএইচ
বিষয়: মৌসুমী মিশা সওদাগর
আপনার মূল্যবান মতামত দিন: