রাজশাহী শুক্রবার, ২৯শে মার্চ ২০২৪, ১৫ই চৈত্র ১৪৩০


আত্মহত্যা করলেন বিখ্যাত প্রযোজক স্টিভ বিং


প্রকাশিত:
২৫ জুন ২০২০ ০০:২৯

আপডেট:
২৯ মার্চ ২০২৪ ০১:২৭

ছবি: সংগৃহীত

ক্যালিফোর্নিয়ায় নিজের বিলাসবহুল অ্যাপার্টমেন্টের ২৭ তলা থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেছেন হলিউডের খ্যাতনামা লেখক-প্রযোজক স্টিভ বিং।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর। ‘গেট কার্টার এভরি বার্থ’ ও ‘টম হ্যাংকসের ‘দ্য পোলার এক্সপ্রেসের’ মত চলচ্চিত্রের প্রযোজক ছিলেন তিনি।

সমাজের উন্নয়নমূলক কাজেও থাকতেন তিনি। ভালোবাসতেন সব সময় মানুষের পাশে থাকতে। তার সম্পত্তির অধিকাংশই তিনি বিভিন্ন সেবামূলক প্রতিষ্ঠানে দান করেছেন বলে জানা গেছে। স্টিভের দুই সন্তান রয়েছে।

সংবাদমাধ্যম পিঙ্কভিলা’র সূত্রে জানা গেছে, দীর্ঘদিন হোম আইসোলেশনে থেকে তিনি হতাশ হয়ে পড়েন। সোমবার (২২ জুন) সেই হতাশা থেকেই তিনি আত্মহত্যা করেছেন।

জানা গেছে, লকডাউনের আগে থেকেই মানসিক অস্থিরতায় ভুগছিলেন স্টিভ বিং। কিন্তু তিনি কেন এমন সিদ্ধান্ত নিলেন, তা খতিয়ে দেখছে পুলিশ। তার আত্মহত্যার ঘটনায় হলিউডে নেমেছে শোকের ছায়া।

 

আরপি/ডিজে



আপনার মূল্যবান মতামত দিন:

Top