রাজশাহী বুধবার, ৮ই মে ২০২৪, ২৬শে বৈশাখ ১৪৩১


বলিউড অভিনেতা ঋষি কাপুর মারা গেছেন


প্রকাশিত:
৩০ এপ্রিল ২০২০ ১৮:৩৯

আপডেট:
৮ মে ২০২৪ ২৩:৫৯

ঋষি কাপুর ৬৭ বছর বয়সে মারা গেছেন

বলিউড অভিনেতা ঋষি কাপুর ৬৭ বছর বয়সে মারা গেছেন। দীর্ঘ সময় বলিউডে অভিনয়ের সাথে যুক্ত কাপুর পরিবারের সদস্য ছিলেন ঋষি কাপুর। ১৯৭৩ সালে কিশোর প্রেমের গল্প নিয়ে তৈরি 'ববি' সিনেমায় মূল চরিত্রে অভিনয়ের মধ্যে দিয়ে বলিউডে আগমন হয় তার।

দুই দশকের বেশি সময় ধরে বহু সিনেমায় রোমান্টিক নায়ক হিসেবে অভিনয় করেছেন তিনি। পরে বহু সিনেমায় সফলভাবে চরিত্রাভিনেতা হিসেবে অভিনয় করেছেন তিনি।

আরো পড়ুন অস্কার জয়ী ছবির অভিনেতা ইরফান খান আর নেই

১৯৭০ সালে বাবা রাজ কাপুরের সিনেমা 'মেরা নাম জোকার'-এ শিশু অভিনেতা হিসেবে বলিউড অভিষেক হয় তার। তার ছেলে রনবীর কাপুরও গত এক দশকের বেশি সময় ধরে বলিউডের সিনেমায় অভিনয় করছেন।

২০১৮ সালে ঋষি কাপুরের দেহে ক্যান্সার শনাক্ত হয়। এরপর নিউ ইয়র্কে এক বছর চিকিৎসা নেয়ার পর গত সেপ্টেম্বরে ভারতে ফেরেন।

প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া কে তার ভাই রানধির কাপুর জানান বুধবার শ্বাস প্রশ্বাসে সমস্যা শুরু হলে তাকে হাসপাতালে নেয়া হয়। ঋষি কাপুরের মৃত্যুতে ভারতের রাজনীতিবিদ ও বলিউডে তার সহকর্মীদের অনেকেই শোক প্রকাশ করেছেন।

 

 



আপনার মূল্যবান মতামত দিন:

Top