স্ত্রী সুতপা সিকদারের জন্যই বেঁচে থাকতে চাই: ইরফান খান

ক্যান্সারের সঙ্গে লড়াই করে সুস্থ হয়ে উঠছেন বলিউডের শক্তিমান অভিনেতা ইরফান খান। সম্প্রতি মুম্বাই মিররকে দেওয়া এক সাক্ষাৎকারে ক্যান্সার কাটিয়ে ওঠার সংগ্রামের কথা জানিয়েছেন তিনি। ইরফান এই যুদ্ধজয়ের পুরো কৃতিত্ব দেন তার সার্বক্ষণিক সঙ্গী ও স্ত্রী সুতপা সিকদারকে।
ইরফান খান, কারিনা কাপুর ও রাধিকা মদন অভিনীত ‘আংরেজি মিডিয়াম’ মুক্তি পাবে শিগগিরই। ইরফান এই সিনেমায় অভিনয় করেছেন শরীরে ক্যান্সার নিয়ে। চিকিৎসার ফাঁকে ফাঁকেই সময় বের করে সিনেমায় কাজ করেছেন ৫৩ বছর বয়সী এই অভিনেতা।
২০১৮ সালের মার্চ মাসে ইরফান খানের শরীরে নিউরোএন্ডোক্রাইন টিউমার ধরা পড়ে। এর কিছুদিনের মধ্যেই তিনি লন্ডনে যান চিকিৎসার জন্য। ২০১৯ সালের ফেব্রুয়ারিতে সংক্ষিপ্ত সফরে ভারতে ফিরে ‘আংরেজি মিডিয়াম’ সিনেমায় অভিনয় করেন। মাস দুয়েক পরেই তিনি লন্ডনে উড়ে যান তার পরবর্তী ধাপের চিকিৎসা চালিয়ে যাওয়ার জন্য। সার্জারির পর গত বছরের সেপ্টেম্বরে দেশে ফেরেন ইরফান।
ক্যান্সার চিকিৎসার পর ইরফান খানের প্রথম সিনেমা মুক্তি পেতে যাচ্ছে ‘আংরেজি মিডিয়াম’। তার চিকিৎসা সম্পর্কে বলতে গিয়ে ইরফান খান বলেন, এটা ছিল একটি রোলার-কোস্টার ভ্রমণ। দারুণ ও স্মরণীয় অনেক মুহূর্ত কাটিয়েছি। স্বাভাবিক অনিশ্চয়তার কারণেই সুখী মুহূর্তগুলো কাটিয়েছি। আমরা সামান্যই কেঁদেছি, কিন্তু হেসেছি অনেক।
‘আমি প্রচণ্ড উদ্বেগের মধ্য দিয়ে যাচ্ছিলাম। তবে কোনোপ্রকারে সেসব সামাল দিতে ও দূর করতে সক্ষম হই। সবসময়ই আমরা উৎসবের মতো দারুণ উপভোগ করতাম,’ বলেন ইরফান খান। সংকটের সমযে তার স্ত্রীর ভূমিকা কেমন ছিল? তিনি বলেন, ‘সুতপা সম্পর্কে তো বলে শেষ করা যাবে না। প্রতিটি দিন ২৪ ঘণ্টা সে আমার পাশে থেকে সেবা করেছে। ক্যান্সার জয় করতে উৎসাহ দিয়েছে।’
‘যদি আমি বাঁচতে পারি, আমি তার জন্যই বেঁচে থাকতে চাই,’ যোগ করেন ‘লাইফ অব পাই’খ্যাত এই অভিনেতা।
ইরফান খান এখনও এই ব্যাধি থেকে পুরোপুরি মুক্তির অপেক্ষায় আছেন। তার সিনেমা ‘আংরেজি মিডিয়াম’ মুক্তির আগে এটি প্রচারণার জন্য দৌঁড়াতে পারছেন না তিনি। তাই একটি ভিডিও বার্তায় তার স্বাস্থ্যের খবরাখবর জানিয়েছেন ভক্তদের।
ইরফান খান বরাবরই সমালোচকদের কাছে প্রশংসিত হয়েছেন তার অভিনয়নৈপুণ্যে। তার ঝুলিতে রয়েছে ‘মকবুল’, ‘হাসিল’, ‘পান সিং টোমার’, ‘হাইদার’, ‘তালবার’ এবং অস্কার মনোনয়নজয়ী ‘সালাম বোম্বে’র মতো সিনেমা। আন্তর্জাতিক অঙ্গণেও দারুণ সফল অভিনেতা তিনি। তার বিদেশি হিট সিনেমার মধ্যে ‘দ্য নেমসেক’, ‘লাইফ অব পাই’, ‘ইনফারনো’, ‘স্লামডগ মিলিয়নিয়ার’ ও ‘দ্য ওয়ারিয়র’ অন্যতম।
আরপি/ডিজে
বিষয়: ইরফান খান
আপনার মূল্যবান মতামত দিন: