রাজশাহী সোমবার, ৯ই ডিসেম্বর ২০২৪, ২৫শে অগ্রহায়ণ ১৪৩১


বিয়ে করলেন পূর্ণিমা


প্রকাশিত:
২২ জুলাই ২০২২ ০৯:২৫

আপডেট:
৯ ডিসেম্বর ২০২৪ ০০:১৮

ছবি: সংগৃহীত

বিয়ে করেছেন চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা পূর্ণিমা। পাত্রের নাম আশফাকুর রহমান রবিন। তিনি পেশায় দেশের বহুজাতিক একটি কোম্পানির বিপণন বিভাগের উচ্চপদস্থ কর্মকর্তা।

গত ২৭ মে বিবাহবন্ধনে আবদ্ধ হন তারা। এক মাসের বেশি সময় গোপন থাকার পর বিষয়টি প্রকাশ করলেন এ নায়িকা।

পূর্ণিমা বলেন, ‘জন্ম-মৃত্যু-বিয়ে সৃষ্টিকর্তার ইশারায় হয়। আমারও তাই হয়েছে। রবিনের সঙ্গে আমার কাজের সূত্রে পরিচয়। তিন বছর ধরে তার সঙ্গে আমার বন্ধুত্ব। তারপর একটা সময় আমরা একে অন্যকে ভালোবেসে ফেলি। অবশেষে বিয়ে করে ফেললাম।’

এতদিন পর বিয়ের খবর জানালেন কেন—জানতে চাইলে তিনি বলেন, ‘বিয়ের পর আমার পরিবারের সদস্যরা অসুস্থ হয়ে পড়েন। ভেবেছিলাম সবাই সুস্থ হওয়ার পর বিষয়টি জানাব। তাই দেরি হলে জানাতে।’

জানা গেছে, রাজধানীর একটি অভিজাত এলাকায় বসবাস করছেন পূর্ণিমা-রবিন দম্পতি। চলতি বছরের শেষের দিকে তাদের বিবাহত্তোর সংবর্ধনা হবে।

এটি পূর্ণিমার দ্বিতীয় বিয়ে। ২০০৭ সালের ৪ নভেম্বর আহমেদ ফাহাদ জামাল নামে চট্টগ্রামের এক ব্যাবসায়িকে বিয়ে করেন তিনি। তবে কবে নাগাদ তাদের বিচ্ছেদ হয়েছে, তা জানা যায়নি। প্রথম সংসারে আরশিয়া উমাইজা নামে এক কন্যাসন্তান রয়েছে তার।

 

আরপি/ এমএএইচ-১৫



আপনার মূল্যবান মতামত দিন:

Top