রাজশাহী বৃহঃস্পতিবার, ৩রা এপ্রিল ২০২৫, ২১শে চৈত্র ১৪৩১


ভাইরাল রাজ-শিল্পার এক নাগাড়ে চুম্বন ভাইরাল


প্রকাশিত:
২৩ নভেম্বর ২০১৯ ০২:৩০

আপডেট:
৩ এপ্রিল ২০২৫ ১৩:৪৮

 

একসঙ্গে পথ চলার ১০ বছর অতিক্রান্ত। ১০ বছরের বিবাহবার্ষিকী পালন করলেন শিল্পা শেঠি এবং রাজ কুন্দ্রা। ১০ বছরের জন্মদিন উপলক্ষে জাপানে পাড়ি দিলেন রাজ-শিল্পা। সেখানে গিয়েই তাঁরা পালন করলেন বিবাহবার্ষিকী।

১০ বছরের বিবাহবার্ষিকী উপলক্ষে জাপানে গিয়ে একটি ভিডিয়ো শেয়ার করেন শিল্পা শেঠি। সেখানে ক্যামেরার সামনে এক নাগাড়ে চুম্বন করতে দেখা যাচ্ছে রাজ-শিল্পাকে। রাজ কুন্দ্রা এবং শিল্পা শেঠির সেই ভিডিও প্রকাশ্যে আসতেই তা ভাইরাল হয়ে যায়। 

সম্প্রতি রাজ কুন্দ্রা এবং শিল্পা শেঠির ভালোবাসার গল্প প্রকাশ্যে আসে। যেখানে শিল্পা জানান, রাজ তাঁকে একটি রেস্তোরাঁয় বসিয়ে একেবারে রূপকথার গল্পের মতো বিয়ের প্রস্তাব দেন। ৫ ক্যারেটের হিরের আংটি দিয়ে শিল্পাকে বিয়ের প্রস্তাব দেন শিল্পপতি রাজ কুন্দ্রা। যা দেখে কার্যত অবাক হয়ে যান শিল্পা শেঠি। বিয়ের দিন আরও বড় আংটি শিল্পাকে পরিয়ে দেবেন বলে ওইদিন বলিউড অভিনেত্রীকে জানান রাজ কুন্দ্রা।

 

আরপি/এএন



আপনার মূল্যবান মতামত দিন:

Top