আসছে দীপিকার বৈধ সন্তান!

এবার সত্যি সত্যি মা হতে চলেছেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। এবার আসছে তার বৈধ সন্তান। বলিউডের সবার নজরে ছিলেন দীপবীর জুটি। ভক্তরা দীপিকা পাড়ুকোন ও রনভীর সিংকে আদর করে দীপবীর বলে ডাকেন। তাদের প্রেমের গুঞ্জনের শুরু থেকেই আলোচনায় ছিলেন তারা।
তাদের সম্পর্ক নিয়ে ভক্তদের আগ্রহও ছিল প্রকট। কবে ‘দীপবীর’ বিয়ে করবেন? কোথায় হবে বিয়ে, কোথায় হানিমুন- এসব জানতে আগ্রহের শেষ ছিলো না তাদের।
আর যখন বিয়েটা হয়ে গেল তখন থেকে শুরু হয়েছে তাদের সন্তান নিয়ে খোঁজ খবর। বেশ কয়েকবার ভক্তরা ছড়িয়েছেন প্রিয় জুটির মা-বাবা হওয়ার খবর। তবে এবার নিজে দীপিকাই উস্কে দিলেন সেই গুঞ্জন। নিজের পোস্ট করা একটি ছবিতে তার মা হওয়ার খবর জানালেন তিনি।
গতকাল (৩ নভেম্বর) রবিবার সোশ্যাল মিডিয়ায় একটি ঘুমন্ত শিশুর দুটি ছবি পোস্ট করেছেন দীপিকা। যদিও এবিষয়ে দীপিকা কিছুই লেখেননি।
এদিকে দীপাবলি উপলক্ষে বলিউডের কমবেশি সমস্ত তারকাই বিভিন্ন সেলিব্রেশনে অংশ নিলেও দেখা যায়নি ‘দীপবীর’ জুটিকে। তারা দীপাবলি কীভাবে কাটিয়েছেন সেই ছবি দেখার জন্য উৎসাহের অন্ত নেই তাদের ভক্তদের মধ্যে।
অনেকেই মনে করছেন দীপিকা মা হতে চলেছেন। আর সেকারণেই আপাতত তাকে প্রকাশ্যে সেভাবে দেখা যাচ্ছে না।
আরপি/আআ
আপনার মূল্যবান মতামত দিন: