রাজশাহী শুক্রবার, ২৯শে মার্চ ২০২৪, ১৬ই চৈত্র ১৪৩০


ছেঁড়া জিন্স পরা নিয়ে মন্ত্রীর কটূক্তি


প্রকাশিত:
১৯ মার্চ ২০২১ ২২:৩৬

আপডেট:
২৯ মার্চ ২০২৪ ১৭:১৫

ছবি: সংগৃহীত

নারীর ছেঁড়া জিন্স পরা নিয়ে সম্প্রতি কটূক্তি করেছেন উত্তরখন্ডের মুখ্যমন্ত্রী তিরার্থ সিং রাওয়াত। এর মাধ্যমে সমাজে ভুল দৃষ্টান্ত তৈরি হচ্ছে এক সভায় তিনি এমন মন্তব্য করেন। এরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে মন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ করেন। এর মধ্যে বলিউড মেগাস্টার অমিতাভ বচ্চনের নাতনি নব্য নাভেলি নন্দাও রয়েছেন।

ফটো ও ভিডিও শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে নিজের ছেঁড়া জিন্স পরা ছবি পোস্ট করেছেন নব্য। পাশাপাশি লিখেছেন, ‘আমাদের পোশাক পরিবর্তন করার আগে নিজের মানসিকতা পরিবর্তন করুন। কারণ এখানে একটি বিষয়ই দুঃখজনক তা হলো এই ধরনের বক্তব্য সমাজের মানুষের কাছে ছড়িয়ে দেওয়া।’

ছবির ক্যাপশনে তিনি লিখেছেন: ‘ছেঁড়া জিন্স পরেছি। ধন্যবাদ। আমি এটি গর্বের সঙ্গেই পরেছি।’

নব্যর দাদি ও অভিনেত্রী, সাংসদ জয়া বচ্চন লিখেছেন, ‘জনসম্মুখে কথা বলার আগে উচ্চ পদস্থ ব্যক্তিদের চিন্তা করা উচিৎ। এ যুগে এসেও এমন কথা বলছেন, কে সংস্কৃতিমনা তা পোশাকের মাধ্যমে নির্ধারণ করবেন? এটা ভুল ধারণা এবং নারীদের বিরুদ্ধে সন্ত্রাসবাদকে প্রশ্রয় দেওয়া।’

অভিনেত্রী কঙ্গনা রাণৌত মাইক্রোব্লগিং সাইট টুইটারে লিখেছেন, ‘আপনি যদি ছেঁড়া জিন্স পরতেই চান তাহলে মানানসই কিনা নিশ্চিত হয়ে নেবেন। এটি পরলে যেন স্টাইলিস্ট মনে হয়, কেউ যেন ভিখেরি ও গৃহহীন মনে না করেন। এখনকার অনেক ছেলেমেয়েকে দেখলে মনে হয় মা-বাবা এই মাসে হাত খরচ দেয়নি।’

আরপি/ এসআই-৫



আপনার মূল্যবান মতামত দিন:

Top