রাজশাহী বৃহঃস্পতিবার, ৩রা এপ্রিল ২০২৫, ২১শে চৈত্র ১৪৩১


অবসর গেলেন রাজশাহী কলেজ উদ্ভিদবিদ্যা বিভাগের প্রধান


প্রকাশিত:
১ জানুয়ারী ২০২১ ০৫:১৪

আপডেট:
৩ এপ্রিল ২০২৫ ১৫:৫০

বিদায় সংবর্ধনা

দীর্ঘ চাকরিজীবন শেষে অবসর গেলেন রাজশাহী কলেজ উদ্ভিদবিদ্যা বিভাগের প্রধান প্রফেসর শাহানারা খাতুন। দীর্ঘ চাকরি জীবন শেষে আজ বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর, ২০২০) অবসরোত্তর ছুটিতে যান তিনি। এ দিন সকাল ১০টার দিকে উদ্ভিদবিদ্যা বিভাগের বিভাগীয় মিলনায়তনে স্বাস্থ্য বিধি মেনে আনুষ্ঠানিকভাবে বিদায়ের আয়োজন করে কলেজ প্রশাসন।

এর আগে বিদায়ী বিভাগের প্রধানকে সম্মানসূচক ক্রেস্ট, উপহার এবং ফুলেল শুভেচ্ছা জানান বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা। অধ্যাপক ড. মো. রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ অধ্যক্ষ প্রফেসর মহা. হবিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ উপাধ্যক্ষ প্রফেসর মোহা: আব্দুল খালেক, শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর ড.জুবাইদা আয়েশা সিদ্দীকা। এছাড়াও আমন্ত্রিত অতিথিদের মধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিদ্যা বিভাগের প্রফেসর (অব:) এ টি এম নাদিরুজ্জামান, নবাবগঞ্জ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ (অব:) প্রফেসর শাহজাহান এবং অত্র বিভাগের সাবেক বিভাগীয় প্রধান (অব:) প্রফেসর মোছা: হালিমা খাতুন।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ প্রফেসর মহা. হবিবুর রহমান বলেন, শিক্ষার্থীদের নিজের ছেলে-মেয়েদের মতো মনে করতেন তিনি। সব সময় ছাত্র-ছাত্রীদের পাশে থেকেছেন। এই বিভাগের শিক্ষার্থীদের বিভিন্ন কর্মকান্ডে তার শিক্ষার ছাপ পাওয়া যায়। অনেক দীর্ঘ পথ পাড়ি দিয়ে তিনি অবসরে যাচ্ছেন। তার অবসর সময় সবচেয়ে সুন্দর; ভালো কাটুক এই প্রত্যাশাই করি।

অধ্যক্ষ বলেন, আপনি যেই প্রতিষ্ঠানে কাজ করবেন, সেই প্রতিষ্ঠানকে ভালোবাসতে শেখেন। সেই প্রতিষ্ঠানে সময় দেন, পরিশ্রম করেন। তার সুফল আপনি নিশ্চয়ই পাবেন। সৃষ্টিকর্তা আপনার সম্মান দ্বিগুণ বাড়িয়ে দেবেন। আমি সবসময়ই একটা কথা বলি,“রাজশাহী কলেজের শিক্ষক হওয়ার চেয়ে ছাত্র হওয়া অনেক সৌভাগ্যের।” এছাড়াও অনুষ্ঠানে বিভাগের বিভিন্ন বর্ষের শিক্ষাথী এবং প্রাক্তন শিক্ষার্থীরা বক্তব্য রাখেন।

বর্ণাঢ্য চাকরি জীবনে প্রফেসর শাহানারা খাতুন শারীরিক ও মানসিক উভয় দিক হতে সুস্থ থেকে শেষ করলেন। করোনা মহামারির শুরু থেকে শিক্ষার্থীদের সচেতন বার্তা পৌঁছে দিতেন তিনি। তাঁর এই অবদান আজীবন কৃতজ্ঞতা সহকারে স্মরণে রাখবে রাজশাহী কলেজ উদ্ভিদবিদ্যা বিভাগ ও রাজশাহী কলেজের শিক্ষক-শিক্ষার্থী এবং কলেজের শুভানুধ্যায়ীগণ।

 

আরপি / এমবি-৮



আপনার মূল্যবান মতামত দিন:

Top