রাজশাহী কলেজ এইচএসসি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি সাইফুর রহমানের করোনা পজিটিভ

রাজশাহী কলেজ এইচএসসি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি সাইফুর রহমান করোনা আক্রান্ত। মঙ্গলবার বিকেলে (২৪ নভেম্বর) তার নমুনা পরীক্ষার ফল পজিটিভ এসেছে বলে নিশ্চিত করেছেন অ্যাসোসিয়েশনের তথ্য ও যোগাযোগ সহ-সম্পাদক রাহুল সরকার।
তিনি বলেন, শারীরিক অবস্থা খারাপ হওয়ায় উনাকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছে। শরীরে অক্সিজেনের মাত্রা একটু কমে গেছে।
উল্লেখ্য, সাইফুর রহমান ১৯৮৩ সালে রাজশাহী কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাশ করেন। পরবর্তীতে উচ্চতর শিক্ষা অর্জনে ইংল্যান্ড গমন করেন এবং ইস্ট লণ্ডন বিশ্ববিদ্যালয় থেকে ইন্টারন্যাশনাল ম্যানেজমেন্ট বিষয়ে ডিগ্রী অর্জন করেন। পেশাগত জীবনে তিনি বাংলাদেশ সিকিওরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের নির্বাহী পরিচালক হিসেবে চাকুরিরত।
আরপি/এসআর
আপনার মূল্যবান মতামত দিন: