রাজশাহী শুক্রবার, ২৬শে এপ্রিল ২০২৪, ১৩ই বৈশাখ ১৪৩১


অসহায়দের এক দিনের বেতন দিবেন রাবি শিক্ষকরা


প্রকাশিত:
৪ এপ্রিল ২০২০ ০৩:৪৮

আপডেট:
২৬ এপ্রিল ২০২৪ ০৫:০৭

রাজশাহী বিশ্ববিদ্যালয়। ফাইল ছবি।

করোনা ভাইরাসের উদ্ভূত পরিস্থিতিতে অসহায় মানুষের পাশে দাঁড়াতে নিজেদের এক দিনের বেতনের সমপরিমাণ অর্থ দেওয়ার ঘোষণা দিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষকরা। শুক্রবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. মো. আশরাফুল ইসলাম খান বিষয়টি নিশ্চিত করেছেন।


তিনিও বলেন, দেশের করোনা পরিস্থিতির কারণে সভা-সমাবেশ নিষিদ্ধ থাকায় গত ৩০ মার্চ বিভিন্ন বিভাগের সভাপতি ও ইন্সটিটিউটের পরিচালকে এই মর্মে বার্তা পাঠানো হয়। তারা বিভাগের শিক্ষকদের সঙ্গে আলোচনা করেন। অনেকেই দিতে রাজি হয়েছে। ৩০ মার্চ বেশ কয়েকটি বিভাগ তাদের সহযোগিতা পাঠায়।

শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক বলেন, বর্তমান করোনা পরিস্থিতির ওপর ভিত্তি করে একদিনের বেতনের সমপরিমাণ অর্থ ধার্য করা হয়েছে। এমনও হতে পারে আমরা আবার সংগ্রহ করবো। প্রতিদিনই দু-চারটা ডিপার্টমেন্ট তাদের সাহায্য পাঠাচ্ছে। সব মিলিয়ে খুব ভালো সাড়া পাচ্ছি। যখন আমাদের ফান্ড সংগ্রহ শেষ হবে তখন জানাবো আমরা এই অর্থ কোথায় দিবো।

আরও পড়ুন:রাজশাহী চিড়িয়াখানার চারটি হরিণ গেল কুকুরের পেটে

শিক্ষক সমিতির এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা বলেন, শিক্ষক সমিতি বিভিন্ন সময় দেশের এরূপ ক্রান্তিকালে সব সময় পাশে ছিলেন। এরই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে এক কোটি টাকা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। পরে শিক্ষক সমিতি সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা এক দিনের বেতন প্রদানে ইচ্ছাপোষণ করেছেন। আমি ব্যক্তিগতভাবে এরূপ সিদ্ধান্তকে সাধুবাদ জানাচ্ছি।

 

আরপি/এমএইচ



আপনার মূল্যবান মতামত দিন:

Top