রাজশাহী বৃহঃস্পতিবার, ২রা মে ২০২৪, ২০শে বৈশাখ ১৪৩১


রাজশাহী কলেজ অর্থনীতি বিভাগ মাস্টার্সের ক্লাস পার্টি অনুষ্ঠিত


প্রকাশিত:
১২ ফেব্রুয়ারি ২০২০ ১২:২৫

আপডেট:
১৩ ফেব্রুয়ারি ২০২০ ০৮:১৮

ক্লাস পার্টির উদ্বোধনীতে বক্তব্য রাখেন বিভাগীয় প্রধান প্রফেসর ড. ওয়াসীম মোহা. মেজবাহুল হক

রাজশাহী কলেজ অর্থনীতি বিভাগের মাস্টার্স ২০১৮-২০১৯ সেশনের ক্লাস পার্টি অনুষ্ঠিত হয়েছে। গতানুগতিক ক্লাসের একঘেয়েমি দুর করতেই এই অনুষ্ঠানের আয়োজন করেন শিক্ষার্থীরা।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) ক্লাস শেষে দুপুর থেকে কলেজের শহীদ এএইচএম কামারুজ্জামান ভবনে এর আনুষ্ঠানিকতা শুরু হয়। কেক কেটে আনুষ্ঠানিকভাবে ক্লাস পার্টির উদ্বোধন করেন অর্থনীতি বিভাগের প্রধান প্রফেসর ড. ওয়াসীম মোহা. মেজবাহুল হক।

এসময় বিভাগের অন্যান্য শিক্ষকমন্ডলী উপস্থিত ছিলেন। এর আগে শিক্ষকরা শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক ও উজ্জীবনী বক্তব্য প্রদান করেন।

আনুষ্ঠানিক উদ্বোধনের পরে মধ্যাহ্নভোজ সম্পন্ন করা হয়। এরপরেই শুরু হয় প্রাণবন্ত সাংস্কৃতিক অনুষ্ঠান। শিক্ষার্থীদের পরিবেশনায় নাচে-গানে জমে ওঠে ক্লাস পার্টি।

বিভিন্ন কলেজ থেকে গ্রাজুয়েশন শেষ করে রাজশাহী কলেজে মাস্টার্সে ভর্তি হওয়া এই শিক্ষার্থীদের মধ্যে অনন্য মেলবন্ধন তৈরী করে এই ক্লাস পার্টি। নাচ-গান, ভাবের আদান-প্রদান, সেলফি, গ্রুপ ছবি ইত্যাদি আয়োজনের মধ্য দিয়ে উৎসব পালন করেন বিভাগের ১৭০ জন শিক্ষার্থী।

 

ছবি :

 

 

 

 



আপনার মূল্যবান মতামত দিন:

Top