রোববার প্রকাশিত হচ্ছে রাবির ‘সি’ ইউনিটের ফল

২০২০-২১ সেশনের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা সি ইউনিট তথা বিজ্ঞান বিভাগের ফলাফল প্রকাশ করবে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি)। শনিবার (০৯ অক্টোবর) বিকেলে বিজ্ঞান অনুষদের ডীন অধ্যাপক একরামুল হামিদ তথ্যটি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, রোববার দুপুরের পরেই সি ইউনিটের পূর্ণাঙ্গ ফলাফল প্রকাশ করা হবে।
প্রকাশিত ফলাফলে পাশ এবং ফেল করা উভয় শিক্ষার্থীই তার প্রাপ্ত নম্বর দেখার সুযোগ পাবে। তবে ৪০ শতাংশের উপরে নম্বর প্রাপ্ত শিক্ষার্থীদেরই মেরিট পজিশন দেয়া হবে। তার নিজে প্রাপ্ত শিক্ষার্থীদের মেরিট পজিশন দেয়া হবে।
এছাড়া অন্য দুটি তথা 'এ' ও 'বি' ইউনিটের ফলও পরশুর মধ্যেই দেয়া হতে পারে বলে জানান তিনি।
এরআগে, গত ৪ অক্টোবর সি ইউনিটে তিন শিফটে মোট নিবন্ধিত পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৪৪ হাজার ১৮৮ জন হলেও উপস্থিত ছিল ৩৩ হাজার ৪৪৭ জন ভর্তিচ্ছু। যেখানে অনুপস্থিত ছিল ১০ হাজার ৭৪১জন। ফলে অনুপস্থিতির হার ২৪.৩৩ শতাংশ।
এছাড়া ভর্তি সংক্রান্ত বিষয়ক সকল তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট http://www.ru.ac.bd/ -পাওয়া যাবে।
আরপি/ এমএএইচ-০৭
আপনার মূল্যবান মতামত দিন: