রাজশাহীতে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট এর প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নগরীর জিরো পয়েন্ট এ সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট এর ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ছাত্র ফ্রন্ট রাজশাহী জেলার সংগঠক রিদম শাহরিয়ারের সভাপতিত্বে সমাবেশে বক্তৃতা রাখেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ রাজশাহী জেলার সমন্বয়ক কমরেড আলফাজ হোসেন যুবরাজ, ছাত্র ফ্রন্ট রা.বি শাখার সাবেক সভাপতি আলমগীর হোসেন সুজন। সমাবেশের সঞ্চালনা করেন ছাত্র ফ্রন্ট নগরের নেতা সজিবুর রহমান।
বক্তারা বলেন, সমাজ পরিবর্তনের আন্দোলনের পরিপূরক ছাত্র আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে ৯০’র স্বৈরাচার বিরোধী আন্দোলনের অগ্নিগর্ভ থেকে জন্ম নেয় আমাদের প্রাণ প্রিয় ছাত্র সংগঠন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট। সর্বজনীন, বিজ্ঞানভিত্তিক, সেক্যুলার, একই পদ্ধতির গণতান্ত্রিক শিক্ষার দাবিতে জন্মলগ্ন থেকেই সোচ্চার এই সংগঠন শিক্ষার বাণিজ্যিকীকরণ বিরোধী আন্দোলন, সাম্প্রদায়িকতা বিরোধী আন্দোলন, জাতীয় সম্পদ রক্ষার আন্দোলন সহ সকল প্রকার গণতান্ত্রিক আন্দোলনে অন্যতম নেতৃত্বদানকারী সংগঠন হিসেবে ভূমিকা পালন করেছে।
বক্তারা আরও বলেন, একটা ভয়াবহ বিপর্যস্ত সময়ে আমরা দাঁড়িয়ে আছি। কোনরূপ নীতিমালা প্রণয়ন ও পর্যাপ্ত আয়োজন ছাড়াই অনলাইন শিক্ষা কার্যক্রম শিক্ষাব্যবস্থায় বৈষম্য তৈরি করেছে। স্কুল-কলেজ বন্ধ থাকার পরেও বিভিন্ন রকম ফি নেওয়া হচ্ছে,নেতৃবৃন্দ সকল শিক্ষা প্রতিষ্ঠানের বেতন-ফি মওকুফ করা ও অবিলম্বে ক্যাম্পাস খুলে দেওয়ার দাবি জানান। দাবি মানা না হলে শিক্ষার্থীদের নিয়ে তীব্র আন্দোলন পড়ে তোলা হবে হুশিয়ারি দেন।
আরপি / এমবি-৫
আপনার মূল্যবান মতামত দিন: