রাজশাহী সোমবার, ২৮শে এপ্রিল ২০২৫, ১৬ই বৈশাখ ১৪৩২

সার্জেন্ট বিপুল ভট্টাচার্যর উপরে হামলাকারী বেলাল গ্রেফতার


প্রকাশিত:
২১ জানুয়ারী ২০২১ ১৪:৪৫

আপডেট:
২৮ এপ্রিল ২০২৫ ০৮:৫৭

ফাইল ছবি

রাজশাহীতে পুলিশ সার্জেন্ট বিপুল ভট্টাচার্যর উপরে হামলাকারী বেলাল হোসেনকে নাটোর থেকে গ্রেফতার করেছে বোয়ালিয়া মডেল থানা পুলিশ। বৃহস্পতিবার রাত্রী ১টার সময় নাটোর হরিশপুর বাইপাস এলাকা থেকে তাকে আটক করেন বোয়ালিয়া মডেল থানা পুলিশ।

রাজশাহীতে ট্রাফিক পুলিশের সার্জেন্টের ওপর হামলার ঘটনায় থানায় মামলা হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে নগরীর রাজপাড়া থানায় মামলাটি রুজু হয়েছে। মামলার বাদী আহত ট্রাফিক সার্জেন্ট বিপুল কিশোর নিজেই।

মামলার একমাত্র আসামি হামলাকারি বেলাল হোসেন (২৬)। নগরীর লক্ষ্মীপুর ভাটাপাড়া এলাকায় তার বাড়ি। বাবার নাম শামসুল হক। বেলাল একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন।


সার্জেন্ট বিপুল এখন রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন। সেখান থেকেই তিনি মামলার এজাহারে স্বাক্ষর করেন।

রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

বেলাল হোসেন এখন পুলিশের হেফাজতে আছেন।

 

 

আরপি / আইএইচ-০২

 

 



আপনার মূল্যবান মতামত দিন:

Top