রাজশাহী সোমবার, ২৮শে এপ্রিল ২০২৫, ১৬ই বৈশাখ ১৪৩২

চাঁপাইনবাবগঞ্জে হিজড়া জনগোষ্ঠীর মধ্যে কম্বল বিতরণ


প্রকাশিত:
১৮ জানুয়ারী ২০২১ ১৮:৪১

আপডেট:
২৮ এপ্রিল ২০২৫ ০৮:৪৬

ছবি প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জে হিজড়া জনগোষ্ঠীর মধ্যে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে।
শনিবার বিকালে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণে হিজড়া জনগোষ্ঠীর মধ্যে শুখনো খাবার ও শীতবস্ত্র হিসাবে কম্বল বিতরণ করেন প্রধানমন্ত্রীর একান্ত সচিব-২ ওয়াহিদা আক্তার।

এ সময় তিনি বলেন, তারা অনেক সময় বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানে ও ট্রেনে জোড় পূর্বক অর্থ আদায় করে থাকেন। যা কখনোই শোভনীয় নয়। কিন্তু বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার তাদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে তৃতীয় লিঙ্গ হিসেবে স্বীকৃতিও দিয়েছেন।

হিজড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বর্তমান সরকার বিভিন্ন কার্যক্রম গ্রহণ করেছেন। আর তাই অন্যায় কিছু না করে সরকারী সুযোগ সুবিধা গ্রহণ করে স্বাভাবিক জীবন যাপনে তাদের আহ্বান জানান একান্ত সচিব-২ ওয়াহিদা আক্তার।
এ সময় বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান ড. শেখ মোহাম্মদ বখতিয়ার, জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজসহ গণ্যমাণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

আরপি/টিএস-০৬



আপনার মূল্যবান মতামত দিন:

Top