রাবি উর্দু বিভাগে নতুন সভাপতি ড. আতাউর রহমান

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উর্দু বিভাগের নতুন সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহন করেছেন অধ্যাপক ড. মো. আতাউর রহমান। বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) বিভাগের সাবেক সভাপতি অধ্যাপক ড. মো. নাসির উদ্দিন-এর স্থলে আগামী তিন বছরের জন্য স্থলাভিষিক্ত।
তিনি রাবির ভাষা বিভাগ থেকে যথাক্রমে ২০০১ এবং ২০০২ অনার্স ও মাস্টার্সে প্রথম শ্রেণীতে প্রথম স্থান অধিকার করেন। ২০০৪ সালে তিনি ভাষা বিভাগে (বর্তমান উর্দু বিভাগ) প্রভাষক হিসেবে যোগদান করেন এবং ২০১৮ সালে প্রফেসর পদে পদোন্নতি পান।
২০১২ সালে তিনি পিএইচ.ডি ডিগ্রী অর্জন করেন। তাঁর এ পর্যন্ত ১৫টি গবেষণা প্রবন্ধ বিভিন্ন জার্নালে প্রকাশিত হয়েছে।
আরপি/টিএস-০৯
আপনার মূল্যবান মতামত দিন: