মুজিব বর্ষ উদযাপনে রাজশাহীতে যুব উদ্যোক্তা ঋণ বিতরণ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবাষির্কী উদযাপনের কর্মপরিকল্পনা অনুযায়ী রাজশাহীতে যুব উদ্যোক্তা ঋণ বিতরণ করা হয়েছে। রোববার (১০ জানুয়ারি) জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর রাজশাহীর আয়োজনে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এ ঋণের চেক বিতরণ করা হয়।
এ সময় ৯ জনকে ২৭ লাখ ১০ হাজার টাকার চেক বিতরণ করা হয়। রাজশাহী অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শরিফুল ইসলামের সভাপতিত্বে র্ভাচুয়ালি সংযুক্ত থেকে চেক বিতরণের উদ্বোধন করেন, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল।
এ সময় উপস্থিত ছিলেন, যুব উন্নয়ন অধিদপ্তর রাজশাহীর পরিচালক এটিএম গোলাম মাহবুব, তানোর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সাদেকুজ্জামান, মোহনপুর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রোকনজ্জমান, বোয়ালিয়া উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এমএনএন জহুরুল ইসলাম, প্রশিক্ষক বদিউজ্জামান প্রমুখ।
আরপি / এমবি-৭
আপনার মূল্যবান মতামত দিন: