বাঘায় রেড ক্রিসেন্টের শীতবস্ত্র বিতরণ

রাজশাহীর বাঘায় দুই শতাধিক শীতার্ত পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে রেড ক্রিসেন্ট সোসাইটি। শনিবার বেলা ১১ টায় বাঘা ডাকবাংলো মাঠে অনুষ্ঠানের প্রধান অতিথি থেকে শীতবস্ত্র বিতরণ করে রাজশাহী জেলা পরিষদ ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির জেলা ইউনিটের চেয়ারম্যান মোহাম্মদ আলী সরকার।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী জেলা ইউনিটের আয়োজনে এই কম্বল পান, সকল ধর্মের অনুসারী অসহায় দুস্থ শীতাতা পরিবার। কম্বল পেয়ে তারা চেয়ারম্যান মোহাম্মদ আলী সরকার ও তার পরিবারের জন্য দোয়া কামনা করেন।
কম্বল বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী জেলা ইউনিটের সাধারণ সম্পাদক শফিকুজ্জামান শফিক। এছাড়াও এসময় জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির নির্বাহী সদস্য মীর তৈফিক আলী ভাদু, সামাউন ইসলামসহ আরও অনেকে উপস্থিত ছিলেন ।
স্থানীয় লোকজন জানান, গতবছর শীত মৌসুমেও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, রাজশাহী জেলা ইউনিট আয়োজনে বাঘা উপজেলা বিভিন্ন গ্রামের গরিব-দু:খী শীতার্তদের পরিবারের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতারণ করেছিল। তাদের এই সহানুভতি দেখে এলাকাবাসীরা চেয়ারম্যান মোহাম্মদ আলী সরকারকে অভিনন্দন জানান।
আরপি / এমবি-৪
আপনার মূল্যবান মতামত দিন: