রাজশাহী সোমবার, ২৮শে এপ্রিল ২০২৫, ১৬ই বৈশাখ ১৪৩২

রেড ক্রিসেন্টের যুব প্রধান সাদিয়া সাবা অর্চিকে সংবর্ধনা


প্রকাশিত:
৭ জানুয়ারী ২০২১ ০৩:১২

আপডেট:
২৮ এপ্রিল ২০২৫ ১৯:০৪

সাদিয়া সাবা অর্চিকে সংবর্ধনা

শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবক হওয়ায় সাদিয়া সাবা অর্চিকে সংবর্ধনা প্রদান করে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী জেলা ইউনিট। বুধবার দুপুরে রাজশাহী জেলা পরিষদ কার্যালয়ের সভা কক্ষে এই সংবর্ধনা অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

বাংলাদেশের ৬৪ টি জেলা ইউনিট ও ৪টি সিটি ইউনিট এবং জাতীয় সদর দপ্তর থেকে মোট ৬৯ জন শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবকে পুরস্কৃত করে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি।

রাজশাহী জেলা ইউনিটের যুব প্রধান সাদিয়া সাবা অর্চি শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবক হওয়ার গৌরব অর্জন করায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী জেলা ইউনিট এই সংবর্ধনার আয়োজন করে।

সংবর্ধনা অনুষ্ঠানে শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবক অর্চিকে ফুলেল শুভেচ্ছা তুলে দেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির রাজশাহী জেলা ইউনিট ও রাজশাহী জেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আলী সরকার এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির রাজশাহী জেলা ইউনিট সেক্রেটারি শফিকুজ্জামান শফিক। এসময় উপস্থিত কার্যনির্বাহী কমিটির সদস্য শামাউন ইসলম ও যুব স্বেচ্ছাসেবকবৃন্দ।


আরপি / এমবি-১০



আপনার মূল্যবান মতামত দিন:

Top