মোহনপুরে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৭৩ বছর পথচলা বাংলাদেশ ছাত্রলীগের। বাংলাদেশের বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলন ও সংগ্রামে বলিষ্ঠ নেতৃত্ব দানকারী ঐতিহ্যবাহী ছাত্রসংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ৭৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী গতকাল সোমবার মোহনপুরে পালিত হয়েছে।
বাংলা, বাঙালির স্বাধিকার অর্জনের লক্ষ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশনায় ১৯৪৮ সালের ৪ জানুয়ারি বাংলাদেশ ছাত্রলীগের জন্ম হয়। গতকাল দেশব্যাপী প্রতিষ্ঠাবার্ষিকী বর্ণাঢ্যভাবে উদযাপন করছে বাংলাদেশ ছাত্রলীগ।
তারই ধারাবাহিকতায় গতকাল সোমবার বিকাল সাড়ে ৪ টার দিকে রাজশাহীর কেশরহাট পৌরসভার ছাত্রলীগের দলীয় কার্যালয়ে পালিত হয়েছে। প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে বর্ণাঢ্য র্যালী ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
র্যালী শেষে ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রিপন শেখের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন মোহনপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুর রাজ্জাক, রাজশাহী জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আলফোর রহমান, সাবেক মোহনপুর উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক, যুবলীগের সাংগঠনিক সম্পাদক, জেলা মুক্তিযুদ্ধ মঞ্চের সাধারণ সম্পাদক আজমল হোসেন, উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রিপন শেখ,কেশরহাট পৌরসভা ছাত্রলীগের সভাপতি মমিনুল ইসলাম জীবন, সাধারণ সম্পাদক শাহিন আলম, জাহানাবাদ ইউনিয়ন ছাত্রলীগের সাধারন সম্পাদক আদিফ হোসেন, ঘাষিগ্রাম ইউনিয়ন ছাত্রলীগের সাধারন সম্পাদক মাহফুজ ইসলাম রকি, রায়ঘাটি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রানা হোসেন, সাধারণ সম্পাদক নাহিদ ইসলাম, নাজমুল ইসলাম, মোহনপুর সরকারি কলেজের সভাপতি আকরাম হোসেনসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ। আলোচনা শেষে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
আরপি/টিএস-০৭
আপনার মূল্যবান মতামত দিন: