গোদাগাড়ীতে ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

রাজশাহীর গোদাগাড়ীতে বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে বাংলাদেশ ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। সোমবার বিকেলে পৌর ছাত্রলীগ আয়োজনে গোদাগাড়ী পৌর আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠান শুরু করা হয়।
পরে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে পৌর সদর শহীদ ফিরোজ চত্বরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ে এসে শেষ হয়। পৌর ছাত্রলীগের সভাপতি হামিদ রানার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পৌর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শাকিল আহমেদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সুফিয়া খাতুন মিলি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-উপজেলা আওয়ামীযুবলীগের সাংগঠনিক সম্পাদক গোলাম কাউশার মাসুম, পৌর আওয়ামী যুবলীগ অর্থ বিষয়ক সম্পাদক রুমন বিশ্বাস, উপজেলা ছাত্রলীগের সভাপতি পারভেজ মোশাররফ বাবু, সাবেক ছাত্রলীগ নেতা সেলিম রেজা পিটার প্রমূখ। পরে কেক কেটে ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকীর কার্যক্রম শেষ করা হয়।
আরপি / এমবি-৬
আপনার মূল্যবান মতামত দিন: