রাজশাহী সোমবার, ২৮শে এপ্রিল ২০২৫, ১৬ই বৈশাখ ১৪৩২

বাঘায় ভ্রাম্যমান আদালতে ভূয়া কাজীর কারাদন্ড


প্রকাশিত:
৫ জানুয়ারী ২০২১ ০০:১৯

আপডেট:
২৮ এপ্রিল ২০২৫ ১৮:৫৬

হুমায়ন কবির ভূয়া কাজি

রাজশাহীর বাঘা পৌরসভার উৎসব পার্ক থেকে হুমায়ন কবির নামের ওই ভূয়া কাজিকে আটক করে পুলিশ। রোববার(৩-জানুয়ারী) দুপুরে অপ্রাপ্ত বয়সের ছেলে-মেয়ের বিয়ে দেওয়ার ঘটনায় তাকে আটক করা হয়।

পরে ভ্রাম্যমান আদালতে নেয়ার পর ছয় মাসের কারা দন্ডের রায় প্রদান করেন, আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) কামাল হোসেন । দন্ডপ্রাপ্ত হুমায়ন কবির(৩৭) উপজেলার ছাতারী গ্রামের কায়েম উদ্দিনের ছেলে বলে জানা গেছে।

পুলিশ জানায়, উৎসব পার্কে অপ্রাপ্ত বয়স্ক ছেলে-মেয়ের বিয়ে রেজিস্ট্রি করেন কাজির সহকারি পরিচয়দানকারি হুমায়ন কবির। নিজেকে প্রধান কাজির সহকারি দাবিদার হুমায়ন কবির সেই সুবাদে বিয়ে রেজিষ্ট্রি করেন তিনি। অপ্রাপ্ত বয়সের ছেলে-মেয়ের বিয়ে দেওয়ার ঘটনায় গোপন সংবাদের ভিত্তিতে উৎসব পার্ক থেকে তাকে আটক করে পুলিশ ।

আটকের পর জালিয়াতি করে বিয়ে রেজিষ্ট্রির ঘটনাটি ধরা পড়ে তার। পরে তাকে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট এর কার্যালয়ে নেওয়ার পর অপরাধ স্বীকার করেন তিনি। আদালতের নির্বাহি ম্যাজিস্ট্রেট তাঁকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ডের রায় প্রদান করেন। অফিসার ইনচার্জ নজরুল ইসলাম (ওসি) বিষয়টি নিশ্চিত করেছেন।

রাজশাহী মুসলিম নিকাহ্ রেজিস্টার সংগঠনের সভাপতি কাজি মোহাম্মদ নুরুল আলম বলেন, উপজেলা পর্যায়ে যারা কাজির দায়িত্ব পালন করেন তাদের মধ্যে ইউনিয়ন এবং পৌর সভার অধীনে একজন প্রধান কাজি হিসেবে নিয়োগ পান। তাদের মাধ্যমে একের অধিক সহকারী কাজি কাজ করে থাকেন। সেই ক্ষেত্রে হুমায়ন কবির নিজেকে সহকারী কাজি দাবি করলেও তার রেজিস্টারে কোন প্রধান কাজির স্বাক্ষর দেখাতে পারেনি।

আরপি / এমবি-৪



আপনার মূল্যবান মতামত দিন:

Top