রাজশাহী সোমবার, ২৮শে এপ্রিল ২০২৫, ১৬ই বৈশাখ ১৪৩২

পৌর নির্বাচন: কেশরহাটে শহিদ ও মুন্ডুমালায় আমির নৌকার মাঝি


প্রকাশিত:
২৮ ডিসেম্বর ২০২০ ১৭:২৩

আপডেট:
২৮ এপ্রিল ২০২৫ ২১:৩১

 
 
 
রাজশাহীর মোহনপুরের কেশরহাট ও তানোরের মুন্ডুমালা পৌরসভা নির্বাচনে ফের নৌকা প্রতীক পেলেন বর্তমান মেয়র শহিদুজ্জামান শহিদ ও মেয়র আমির হোসেন আমিন।
 
শনিবার রাতে বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় মনোনয়ন বোর্ড এ সিদ্ধান্ত চূড়ান্ত করেছে বলে শহিদুজ্জামান শহিদ ও আমির হোসেন আমিন বিষয়টি নিশ্চিত করেছেন।
 
এর আগে শহিদুজ্জামান শহিদ পৌরসভা নির্বাচনে ২০০৩ সালে প্রথম বারের মত পৌর চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। এরপর ২০১৬ সালে নৌকা প্রতীক নিয়ে দ্বিতীয়বার মেয়র নির্বাচিত হয়েছিলেন মোহনপুর উপজেলা আওয়ামীগের এই যুগ্ম সাধারণ সম্পাদক।
 
তৃতীয় ধাপে দেশের ৬৪ পৌরসভা নির্বাচনে মেয়র পদে দলীয় প্রার্থী চূড়ান্ত করে বাংলাদেশ আওয়ামী লীগ। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আয়োজিত এক সভায় প্রার্থীতা চূড়ান্ত করা হয়। মূলত সেখান থেকেই ঘোষণাটি আসে। 
 
এই ঘোষণার মধ্য দিয়ে রাজশাহীর পৌরসভার নির্বাচনে নৌকা প্রতীক তথা আওয়ামী লীগের প্রার্থী হচ্ছেন কেশরহাট পৌরসভায় শহিদুজ্জামান শহিদ ও তানোর উপজেলা মুণ্ডমালা পৌরসভায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমির হোসেন আমিন। গত শনিবারের ঘোষণার মধ্য দিয়ে নৌকা প্রতীক প্রত্যাশী অন্য সব প্রার্থীসহ আওয়ামী লীগ-বিএনপিসহ সর্বস্তরের ভোটারদের কাছে পরিষ্কার হয়ে গেল কেশরহাট ও মুণ্ডমালা পৌর নির্বাচনে ফের নৌকা প্রতীক পেলেন বর্তমান মেয়র এই দুই মেয়র।
 
 
মেয়র শহিদ ও আমির হোসেন আমিন ফের নৌকা পেয়েছেন রাতে এ ঘোষণা আসার পরেই সমর্থকদদের খুশির আমেজ শুরু হয়। প্রতীক আনা যুদ্ধ শেষে আসছে ৩০ জানুয়ারি অনুষ্ঠিত হবে ভোটযুদ্ধ। যে যুদ্ধে পৌরবাসী জানতে পারবে কে হবেন পরবর্তী ৫ বছরের জন্য কেশরহাট ও মুন্ডমালা পৌরসভার মেয়র। 
 
নৌকা প্রতীক পাওয়ার পর কেশরহাট পৌর মেয়র শহিদুজ্জামান শহিদ  গতকাল রোববার বিকালে মোহনপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এড.আব্দুস সালামসহ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, জেলা যুবলীগের সভাপতি আবু সালেহ, উপজেলা যুবলীগের সভাপতি ইকবাল হোসেনসহ আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা জাতীয় চার নেতার অন্যতম শহিদ এ এইচ এম কামরুজ্জামানের মাজারে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন। 
 
 
 
আরপি/এসকে
 

বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:

Top