রাজশাহী সোমবার, ২৮শে এপ্রিল ২০২৫, ১৬ই বৈশাখ ১৪৩২

‘পুলিশবাহিনীতে মাদকাসক্ত পুলিশের কোনো স্থান নেই’


প্রকাশিত:
২৭ ডিসেম্বর ২০২০ ২১:৪৬

আপডেট:
২৭ ডিসেম্বর ২০২০ ২২:৩৬

পুলিশের আইজিপি ড. বেনজীর আহমদ

পুলিশবাহিনীতে মাদকাসক্ত পুলিশের সদস্যের কোনো স্থান নেই বলে জানিয়েছেন পুলিশের আইজিপি ড. বেনজীর আহমদ।

আজ রোববার (২৭ ডিসেম্বর, ২০২০) দুপুর ১২ টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অপারেশন কন্ট্রোল অ্যান্ড মনিটরিং সেন্টারসহ কিশোর গ্যাং ডিজিটাল ডাটাবেইজ ও হ্যালো আরএমপি অ্যাপের উদ্বোধনের পর গণমাধ্যমকর্মীদের প্রশ্নের উত্তরে এ মন্তব্য করেন তিনি।

তিনি আরো বলেন, নিজেদের ঘর থেকেই অভিযান পরিচালনা করতে চাই। আর এটি করতে পুলিশবাহীনির সকলের সহযোগিতা চাই। মাদকাসক্ত পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আমরা পুলিশ সদস্যদের ডোপ টেস্ট করতে শুরু করেছি। এ প্রক্রিয়া অব্যাহত থাকবে। আমরা পুলিশবাহিনীকে পরিচ্ছন্ন করতে চাই।

এ সময় উপস্থিত ছিলেন, আরএমপি পুলিশ কমিশনার মো. আবু কালাম সিদ্দিক, রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. আব্দুল বাতেন বিপিএম, পিপিএম।

জানা যায়, অপারেশন কন্ট্রোল অ্যান্ড মনিটরিং সেন্টার এর মাধ্যমে আরএমপি এলাকার গুরুত্বপূর্ণ স্থান ও মোড়ে স্থাপনকৃত সিসি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষনিক মনিটরিং করা হবে। এছাড়া সন্দেহভাজন ও অপরাধীদের গতিবিধি পর্যবেক্ষণসহ দ্রুত সময়ের মাধ্যমে আপরাধীকে শনাক্ত করা যাবে।

প্রায় ৪০০ কিশোর অপরাধ গ্যাংয়ের সদস্যের ডাটাবেজের মাধ্যমে কিশোর অপরাধ দমন করা হবে। এছাড়া হ্যালো রাজশাহী অ্যাপ এর মাধ্যমে পুলিশি সেবা সহজতর করে সাধারণ মানুষের দৌঁড়গোড়াই পৌঁছে দেয়া হবে।


উদ্বোধন অনুষ্ঠানে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে আইজিপি রাজশাহী অঞ্চলের বিভিন্ন ইউনিটের পুলিশের সদস্যদের সাথে একটি মতবিনিময় সভায় অংশ নেন।

 



আপনার মূল্যবান মতামত দিন:

Top