রাজশাহী সোমবার, ২৮শে এপ্রিল ২০২৫, ১৬ই বৈশাখ ১৪৩২

রাজশাহীতে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার


প্রকাশিত:
২৩ ডিসেম্বর ২০২০ ০২:৩৫

আপডেট:
২৩ ডিসেম্বর ২০২০ ০২:৪৩

 

রাজশাহী নগরীতে ৩০ পিস ইয়াবাসহ সাকলাইন ইসলাম (২১) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২১ ডিসেম্বর) সন্ধ্যা ৭ টার দিকে নগরীর ফায়ার সার্ভিস মোড় সংলগ্ন শেখপাড়া এলাকা থেকে ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত সাকলাইন নগরীর হেতম খাঁ লিচুবাগান এলাকার সাইফুল ইসলামের ছেলে।আরএমপির বোয়ালিয়া মডেল থানার এসআই ও মালোপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইফতেখার আলম সঙ্গীয় ফোর্স নিয়ে তাকে গ্রেপ্তার করেন। তবে সাকলাইনের সাথে থাকা শিমু নামে আরেক যুবক দৌঁড়িয়ে পালিয়ে যাওয়ায় তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

পুলিশ জানায়, সাকলাইন হোসেন আগে থেকে ইয়াবা বিক্রির সঙ্গে জড়িত। সোমবার বিকেলে ইয়াবা বিক্রি করছিলেন তিনি। সূত্রের দেয়া তথ্যের ভিত্তিতে শেখপাড়া এলাকায় অবস্থান নেয় পুলিশ। এ সময় ৩০ পিস ইয়াবাসহ সাকলাইনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। তবে তার সঙ্গে থাকা শিমু নামে আরেক যুবক দৌঁড়ে পালিয়ে যাওয়ায় তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

বোয়ালিয়া মডেল থানার এসআই ও মালোপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইফতেখার আলম জানান, গ্রেপ্তারকৃত যুবকের বিরুদ্ধে ছিনতাই, মারামারিসহ আরো বেশ কিছু অভিযোগ রয়েছে। বিস্তারিত খোঁজখবর নিয়ে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। এছাড়া মাদকের সাথে জড়িত বাকিদের বিষয়েও খোঁজখবর নিয়ে তাদেরকেও গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসা হবে।

আরপি/ এআর


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:

Top