রাজশাহী সোমবার, ২৮শে এপ্রিল ২০২৫, ১৬ই বৈশাখ ১৪৩২

তানোরে সাংবাদিক মিজানের উপর হামলার ঘটনায় আরসিআরইউ’র নিন্দা


প্রকাশিত:
২৩ ডিসেম্বর ২০২০ ০২:২৯

আপডেট:
২৮ এপ্রিল ২০২৫ ২১:২৬

রাজশাহীর তানোর উপজেলার সাংবাদিক মিজানুর রহমান মিজানের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটিতে (আরসিআরইউ) কর্মরত সাংবাদিকরা। প্রতিবাদ জানিয়ে মঙ্গলবার (২২ ডিসেম্বর) আরসিআরইউ’র পক্ষে সভাপতি এম ওবাইদুল্লাহ ও সাধারণ সম্পাদক মোফাজ্জল বিদ্যুৎ এক যৌথ বিবৃতি প্রদান করেন।


বিবৃতিতে হামলার নিন্দা জানিয়ে সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, সাংবাদিকের উপর এমন ন্যাক্কারজনক হামলা কোনভাবেই কাম্য নয়। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এছাড়া দ্রুত দোষীদের আইনের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি।


সাংবাদিক মিজান ঢাকা থেকে প্রকাশিত দৈনিক প্রতিদিনের সংবাদ পত্রিকার তানোর উপজেলা প্রতিনিধি। এছাড়া তিনি তানোর রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক ও রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটির সদস্য।


জানা যায়, সোমবার রাত ৮টার দিকে তানোর উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এই হামলার ঘটনা ঘটে। সাংবাদিক মিজান জানান, গত বিজয় দিবসে তানোর আবদুল করিম সরকার ডিগ্রি কলেজে বিএনপির প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভাষণ বাজানো হয়। এ নিয়ে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষকে অব্যহতি দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। অন্য একজন শিক্ষককে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব দেয়া হয়। এসব বিষয় নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়। এই সংবাদ প্রকাশের জের ধরে তার ওপর হামলার ঘটনা ঘটে।


মিজান আরও জানান, রাত ৮টার দিকে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক প্রতাপ সরকার তাকে ফোন করে দলীয় কার্যালয়ে ডাকেন। তিনি গিয়ে সেখানে উপজেলা যুবলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান লুৎফর হায়দার রশীদ ময়না এবং ভাইস চেয়ারম্যান আবু বাক্কারসহ শতাধিক নেতাকর্মীকে দেখতে পান। মিজান সেখানে যাওয়া মাত্র আওয়ামী লীগ নেতা প্রতাপ সরকার তার ওপর চড়াও হন। সঙ্গে সঙ্গে ৮-১০ জন নেতাকর্মী তাকে মারধর শুরু করেন। সাংবাদিক মিজান সেখান থেকে কোনরকমে পালিয়ে থানায় যান। এদিকে, মঙ্গলবার মঙ্গলবার বিকেলে থানার বাইরে বসে সমাধানের কথা থাকলেও বসা হয়নি।

 আরপি/ এআর


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:

Top