রাজশাহী সোমবার, ২৮শে এপ্রিল ২০২৫, ১৬ই বৈশাখ ১৪৩২

চারঘাটে টেকনিক্যাল স্কুল ও কলেজের ভর্তি কার্যক্রম অবহিতকরণ সভা


প্রকাশিত:
২০ ডিসেম্বর ২০২০ ০২:৪৩

আপডেট:
২৮ এপ্রিল ২০২৫ ২২:৩৮

অবহিতকরণ সভা

রাজশাহীর চারঘাট টেকনিক্যাল স্কুল ও কলেজে ২০২১ শিক্ষাবর্ষে ৬ষ্ঠ ও ৯ম শ্রেণিতে ছাত্র-ছাত্রী ভর্তি কার্যক্রম অবহিতকরণ ও উদ্বুদ্ধধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

এতে জানানো হয়, টেকনিক্যাল স্কুল ও কলেজে ২০২১ শিক্ষাবর্ষে আসন সংখ্যা অনুযায়ী ৬ষ্ঠ শ্রেণিতে ১২০ জন এবং ৯ম শ্রেণিতে ৬০ জন ছাত্র-ছাত্রী ভর্তির সুযোগ পাবে।

কারিগরি শিক্ষা অধিদপ্তর কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ এর ব্যবস্থাপনায় ও চারঘাট উপজেলা প্রশাসনের আয়োজনে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (প্রশাসন ও উন্নয়ন) মোঃ মনিরুজ্জামান।

চারঘাট উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা সামিরা এর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চারঘাট উপজেলা পরিষদ এর চেয়ারম্যান আলহাজ্ব ফকরুল ইসলাম।

চারঘাট টেকনিক্যাল স্কুল ও কলেজের অধ্যক্ষ প্রকৌশলী শামসুল হকের পরিচালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চারঘাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিয়তি রানী কৈরী, রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ আব্দুর রশীদ মল্লিক, রাজশাহী মহিলা টিটিসি’র অধ্যক্ষ নাজমুল হকসহ বিভিন্ন স্কুল কলেজের প্রতিষ্ঠান প্রধান ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিকবৃন্দ।

সভায় বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে দেশ আজ এগিয়ে যাচ্ছে। উন্নয়নের মহাসড়কে দাঁড়িয়ে আছে বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ। এই দেশকে আরও উন্নয়ন করতে হলে, দেশের জনসংখ্যাকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করতে হবে। দক্ষ জনশক্তি গড়তে হলে কারিগরি শিক্ষার কোনো বিকল্প নেই। আর তাই নবনির্মিত চারঘাট টেকনিক্যাল স্কুল ও কলেজ পরিচালনায় সকলের সহযোগিতা কামনা করেন।

 

 

আরপি/এসকে





আপনার মূল্যবান মতামত দিন:

Top