রাজশাহী সোমবার, ২৮শে এপ্রিল ২০২৫, ১৬ই বৈশাখ ১৪৩২

গলায় ফাঁস দিয়ে রাবি শিক্ষার্থীর আত্মহত্যা


প্রকাশিত:
২০ ডিসেম্বর ২০২০ ০০:১০

আপডেট:
২০ ডিসেম্বর ২০২০ ০১:৩০

দেবজ্যোতি বসাক পার্থ

গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) নৃবিজ্ঞান বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী দেবজ্যোতি বসাক পার্থ। শনিবার (১৯ ডিসেম্বর) ভোর সাড়ে ৫ টায় আত্মহননের পথ বেছে নেয় পার্থ।


বিষয়টি নিশ্চিত করে পার্থ’র বন্ধু বরিশাল সরকারী কলেজ শিক্ষার্থী শুভ জানান, আজ ভোর রাতে ৫টার দিকে পার্থ তার নিজ বাসায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। পরে সকালে তার পরিবার ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পটুয়াকালী সরকারী মেডিকেলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পার্থ তার পরিবার নিয়ে পটুয়াখালী শহরেই থাকতেন। তার মৃত্যুর কারণটি এখনও জানা যায়নি।

এবিষয়ে নৃবিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক বখতিয়ার আহমেদ বলেন, পার্থর এভাবে চলে যাওয়া কোনোভাবেই মেনে নিতে পারছি না। আমরা দুঃখিত, আমাদের সুযোগ হয়নি পার্থর এই আবেগী সিদ্ধান্ত বদলে দেয়ার। শিক্ষক হিসেবে এটা গ্লানির।

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, প্রত্যেক শিক্ষার্থীরা মনে রাখবে যেকোন মানসিক বিপর্যয়ে বিভাগের শিক্ষকদের মানসিক আশ্রয়ের অধিকার আপনাদের আছে। যেকোন নাজুক পরিস্থিতিতে প্লিজ একবার কথা বলবে যে কোন শিক্ষকের সাথে। এসময় পার্থ’র শোক-সন্তপ্ত বাবা-মা ও পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তিনি।

 


আরপি/আইএইচ



আপনার মূল্যবান মতামত দিন:

Top