চাঁদা দিতে অস্বীকার করায় রাজশাহীতে যুবতীকে হত্যাচেষ্টা
চাঁদার টাকা দিতে অস্বীকার করায় রাজশাহীতে এক যুবতীকে কুপিয়ে জখম করা হয়েছে। আজ শনিবার দুপুরে নগরীর সাধুর মোড় এলাকায় বাড়িতে ঢুকে তাকে কুপিয়ে হত্যার চেষ্টা করে বলে অভিযোগ উঠেছে।
ওই যুবতীর নাম মোসা. সিমরান খাতুন। তিনি সাধুর মোড় টিকাপাড়া এলাকার মৃত আলতাব হোসেনের মেয়ে। আহত অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পরে এবিষয়ে বোয়ালিয়া মডেল থানায় একটি মামলা করা হয়েছে।
পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, মহানগরের টিকাপাড়া এলাকার মোসা. সিমরান খাতুন শনিবার দুপুরে বাড়িতে ছিলেন। এমন সময় বাড়ির গৃহপরিচারিকার জরিনার মেয়ে ঝরনা তার বাড়িতে প্রবেশ করে ৩০ হাজার টাকা চাঁদা দাবি করে। সিমরান টাকা দিতে অস্বীকার করলে ঝরনা চাপাতি দিয়ে তাকে কুপিয়ে জখম করে। ফলে গুরুতর আহত হন তিনি। পরে পরিবারের লোকজন জানতে পেরে ঝরনাকে আটক করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে ঝরনাকে আটক করেন।
আহত অবস্থায় সিমরানকে চিকিৎসার জন্য রামেক হাসপাতালে পাঠানো হয়। তিনি রামেক হাসপাতালে ৩ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।
এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।
আরপি/আইএইচ
আপনার মূল্যবান মতামত দিন: