শহীদ বুদ্ধিজীবী দিবসে মোহনপুর সাঁকোয়া বধ্যভুমিতে শ্রদ্ধা
শহীদ বুদ্ধিজীবী দিবসে ঘাতকদের হাতে শহীদ দেশের সূর্যসন্তানদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেছেন মোহনপুর উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ ও রাজনৈতিক ব্যক্তিবর্গ । সোমবার বেলা সাড়ে ১১টার দিকে সাঁকোয়া বধ্যভুমিতে নিহত বুদ্ধিজীবীদের স্মরণে মোহনপুর উপজেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধা সংসদ এ শ্রদ্ধা নিবেদন করে।
এসময় উপস্থিত ছিলেন, মোহনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সানওয়ার হোসেন, থানার অফিসার ইনচার্জ (ওসি) তৌহিদুর রহমান, কেশরহাট পৌর মেয়র শহিদুজ্জামান শহিদ, বীর মুক্তিযোদ্ধা নুরুন নবী, আঃ মজিদ, খন্দকার গোলাম মোর্তজা, সাকোয়া বাকশৈল কামিল মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল কাদের, কাউন্সিলর সাবের আলী প্রামানিকসহ কেশরহাট পৌরসভার কাউন্সিলর, মহিলা কাউন্সিলর ও কর্মকর্তা কর্মচারীবৃন্দ।
শ্রদ্ধা নিবেদন শেষে সাঁকোয়া বধ্যভুমিতে নিহতদের আত্মার শান্তি কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
আরপি/এসকে
আপনার মূল্যবান মতামত দিন: