বঙ্গবন্ধুর ভাস্কর্য অবমাননায় মোহনপুরে প্রতিবাদ সভা

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য অবমাননায় রাজশাহীর মোহনপুরে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলা পর্যায়ের সরকারি কর্মকর্তা ও কর্মচারিগণের উদ্যোগে ‘জাতির পিতার সম্মান, রাখবো মোরা অম্লান’ প্রত্যয় নিয়ে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
মোহনপুর উপজেলা নির্বাহী অফিসার সানওয়ার হোসেন এর সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সদস্য প্রভাষক ওবায়দুল্লাহ সরকারের পরিচালনায় এতে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. আব্দুস সালাম।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন এবং উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহনপুর সরকারী কলেজের অধ্যক্ষ মফিজ উদ্দিন কবিরাজ, সহকারি কমিশনার ভূমি জাহিদ বিন কাশেম, উপজেলা কৃষি কর্মকর্তা রহিমা খাতুন, যুব কর্মকর্তা রোকনুজ্জামান তালুকদার, সমাজ সেবা কর্মকর্তা তৌহিদুর রহমান, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ সাইফুল ইসলাম, আনসার ও ভিডিপি কর্মকর্তা আঃ জব্বার, মোহনপুর সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুলতানা শাহিনসহ উপজেলা প্রশাসনের প্রতিটি দপ্তরের কর্মকর্তা-কর্মচারিবৃন্দ।
প্রতিবাদ সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সানওয়ার হোসেন দেশ এবং বঙ্গবন্ধুর বিরোধিতাকারী অপশক্তিকে রুখে দিতে সবাইকে আহ্বান জানান এবং একত্মতা ঘোষণা করেন।
আরপি/এসকে
আপনার মূল্যবান মতামত দিন: