রাজশাহী সোমবার, ২৮শে এপ্রিল ২০২৫, ১৬ই বৈশাখ ১৪৩২

চারঘাটে অচেতন অবস্থায় অজ্ঞাত এক ব্যক্তিকে উদ্ধার


প্রকাশিত:
১২ ডিসেম্বর ২০২০ ০৩:২৪

আপডেট:
২৮ এপ্রিল ২০২৫ ২৩:৫২


রাজশাহীর চারঘাট উপজেলার চারঘাট-বাঘা সড়কের মহিলারোড এলাকা থেকে অজ্ঞাত এক ব্যক্তিকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়েছে।

আজ শুক্রবার (১১ ডিসেম্বর) সকাল ১০টার দিকে চারঘাট-বাঘা সড়কের মহিলারোড এলাকায় প্রধান সড়কের পাশে অচেতন অবস্থায় ঐ ব্যক্তিকে পড়ে থাকতে দেখে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে ফায়ার সার্ভিস এসে তাকে উদ্ধার করে চারঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

চারঘাট ফায়ার সার্ভিসের স্টেশন লিডার জহিরুল ইসলাম বাবু জানান, অজ্ঞাত এক ব্যক্তিকে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। হয়তো অজ্ঞান পার্টির কবলে পড়ে ওই ব্যক্তি জ্ঞান হারিয়েছে।

চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক খাদিজাতুল কোবরা বলেন, অজ্ঞাত ঐ ব্যক্তিকে পয়জন দিয়ে অচেতন করা হয়েছে। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হবে।

এ বিষয়ে চারঘাট মডেল থানার সাব-ইন্সপেক্টর সেকেন্দার আলী বলেন, অজ্ঞাত ঐ ব্যাক্তির পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে।

আরপি/ এআর


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:

Top