বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে মোহনপুরে আ.লীগের বিক্ষোভ মিছিল
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে রাজশাহীর মোহনপুর উপজেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার বিকাল ৪টার দিকে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এড. আব্দুস সালামের নেতৃত্বে এ উপলক্ষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।
মিছিলটি মৌগাছি, বাকশিমইল, রায়ঘাটি ও ঘাসিগ্রাম ইউনিয়নে আওয়ামীলীগের নৌকা প্রতীক নিয়ে নির্বাচিত চেয়ারম্যানদের নিয়ে উপজেলা পরিষদ চত্বর হতে বের হয়ে উপজেলা সদর প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে এসে শেষ হয়।
মিছিল পরবর্তী প্রতিবাদ সভায় বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান এ্যাড. আব্দুস সালাম। এসময় উপস্থিত ছিলেন মৌগাছি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল আমিন বিশ্বাস, রায়ঘাটি ইউপি চেয়ারম্যান খলিলুর রহমান, ঘাসিগ্রাম ইউপি চেয়ারম্যান আজহারুল ইসলাম বাবলু, উপজেলা আওয়ামী লীগ সদস্য সাবেক চেয়ারম্যান প্রধান শিক্ষক সোহরাব হোসেন, সাবেক চেয়ারম্যান হোসেন আলী, মুরাদুল ইসলাম মুরাদ, সাবেক মেম্বার সমসের আলী, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী ডলি খাতুন, সাধারণ সম্পাদিকা রুবি খাতুন, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আলী হোসেন, ধুরইল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, জাহানাবাদ ইউপি আওয়ামী লীগ সাধারণ সম্পাদক নুরুল ইসলাম মাখন, এড. শহিদুল ইসলাম, ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোরশেদ আলম, বাকশিমইল ইউপি ছাত্রলীগের সভাপতি মনির হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
আরপি/এসকে
আপনার মূল্যবান মতামত দিন: