চলে গেলেন বাঘার প্রবীণ ব্যক্তি হাসমতুল্লাহ

না ফেরার দেশে চলে গেলেন রাজশাহীর বাঘার প্রবীণ ব্যক্তি বাঘা পৌরসভার মেয়র আব্দুর রাজ্জাকের পিতা আলহাজ্ব হাসমতুল্লাহ। বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) রাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর বয়স হয়েছিল ১০৭ বছর।
বাঘা পৌরসভার বলিহার গ্রামের নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে তিনি মৃত্যুবরণ করেন।
তিনি মরহুম মছারতুল্লাহর ছেলে। মৃত্যুকালে ৪ ছেলে ও ৩ মেয়ে রেখে গেলেন। তৃতীয় ছেলে আব্দুর রাজ্জাক বাঘা পৌর সভার বর্তমান মেয়র।
শুক্রবার (৪ ডিসেম্বর) বিকেল ৩টায় শাহদৌলা সরকারি কলেজ মাঠে জানাযা নামাজ শেষে এলাকার কবরস্থানে তাঁকে দাফন করা হয়। তাঁর জানায়ায় জনপ্রতিনিধি, রাজনৈতিক, সামাজিক ব্যক্তিবর্গসহ এলাকার সর্বস্তরের মানুষ অংশগ্রহন করেন।
আরপি/এসকে
আপনার মূল্যবান মতামত দিন: