রাজশাহী মঙ্গলবার, ২৯শে এপ্রিল ২০২৫, ১৬ই বৈশাখ ১৪৩২

রাজশাহীতে মদ্যপ অবস্থায় গাড়ি চালানোয় যুবক গ্রেপ্তার


প্রকাশিত:
২ ডিসেম্বর ২০২০ ২২:০৮

আপডেট:
২৯ এপ্রিল ২০২৫ ০২:২৬

 

রাজশাহীতে মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অপরাধে শাহানুর রহমান আনন্দ (৩৪) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার রাতে নগরীর সিঅ্যান্ডবি মোড় এলাকা থেকে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা তাকে গ্রেপ্তার করেন।

এ সময় তার পাইভেটকারটি জব্দ করা হয়েছে। প্রাইভেটকারের ভেতর থেকে এক বোতল বিদেশী মদও উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার আনন্দ নগরীর চন্ডিপুর এলাকার আনিছুর রহমানের ছেলে।

নগরীর রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাত হোসেন খান জানান, রাতে রাজশাহী সার্কেট হাউজের দিক থেকে বেপরোয়া গতিতে প্রাইভেটকার চালিয়ে আসেন আনন্দ।

এরপর সিএন্ডবি মোড় এলাকায় রাস্তার মাঝে গাড়ি থামিয়ে রিকশাচালক, দোকানদার ও পথচারীদের অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন। এসময় তার মুখ দিয়ে মদের গন্ধ বের হচ্ছিল।

এ সময় ডিবি পুলিশ উপস্থিত হয়ে পরে তার গাড়ি তল্লাশি করে। এরপর তাকে আটক করে থানায় নেয়া হয়। পরে রাতেই তার বিরুদ্ধে থানায় একটি মামলা করে ডিবি পুলিশ। বুধবার সকালে আনন্দকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

 

এমও/আরপি


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:

Top