বাঘায় ব্যাংক এশিয়ার এজেন্ট ব্যাংকিং শাখা উদ্ধোধন
রাজশাহীর বাঘা উপজেলার মনিগ্রাম ইউনিয়নের মীরগঞ্জ পোস্ট অফিসের ডিজিটাল সেন্টারে ব্যাংক এশিয়ার এজেন্ট ব্যাংকিং শাখা উদ্ধোধন করা হয়েছে। মঙ্গলবার (১ ডিসেম্বর) সকাল ১১ টায় ফিতা কেটে এর উদ্ধোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. লায়েব উদ্দীন লাভলু।
এ সময় উপস্থিত ছিলেন ব্যাংক এশিয়া লিমিটেড রাজশাহী বিভাগ রিজিওনাল ম্যানেজার এজেন্ট ব্যাংকিং ডিভিশন খাদেমুল ইসলাম মনি, রাজশাহী এশিয়া ব্যাংকের হেড ও অব ব্রাঞ্চ একরাম হোসেন,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল মোকাদ্দেস আলী, মীরগঞ্জ কলেজের অধ্যক্ষ রওশন জামান, প্রভাষক ফজলুর রহমান,মীরগঞ্জ উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, সাংবাদিক লালন উদ্দীন, মীরগঞ্জ শাখা ডিজিটাল পোস্ট অফিস,ব্যাংক এশিয়া, এজেন্ট ব্যাংকিং ইসমাইল হোসেন। পোস্টম্যান হাফিজুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
ব্যাংক এশিয়ার এজেন্টগুলো সাধারণত স্কুলব্যাংকিং সঞ্চয়ী ও চলতি মাসিক সঞ্চয়ী, মেয়াদী সঞ্চয়ী নগদ জমা ও উত্তোলন ফান্ড ট্রান্সফার বিদ্যুৎ বিল গ্রহণ, পাসর্পোট ফি গ্রহন ক্ষুদ্র ও মাঝারি ঋণ প্রদান ভোক্তা ঋণ ও কৃষি ঋণ প্রদান ডেবিট কার্ড প্রসেসিংসহ ব্যাংকিং সকল ঋণ কার্যক্রম ও অন্যান্য সকল সুবিধা প্রদান করে থাকে। এছাড়াও বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতাসহ সরকারী বিভিন্ন ভাতা সংক্রান্ত লেনদেন ব্যাংক এশিয়ার এজেন্ট ব্যাংকিংয়ের মাধ্যমে হবে। অনুষ্ঠান শেষে ব্যাংক এশিয়ার ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অতিথিবৃন্দরা ক্রেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেন।
আরপি/এসকে
আপনার মূল্যবান মতামত দিন: