রাজশাহী মঙ্গলবার, ২৯শে এপ্রিল ২০২৫, ১৬ই বৈশাখ ১৪৩২

গোদাগাড়ীতে আদিবাসী নারী ধর্ষণের অভিযোগে যুবক আটক


প্রকাশিত:
৩০ নভেম্বর ২০২০ ২১:২৮

আপডেট:
২৯ এপ্রিল ২০২৫ ০৩:৩৩

প্রতীকী ছবি

রাজশাহীর গোদাগাড়ীতে আদিবাসী এক নারীকে ধর্ষণের অভিযোগে মো. নাঈম (২২) নামে এক যুবককে আটক করেছে থানা পুলিশ। রবিবার রাত ১০টার দিকে উপজেলার দেওপাড়া ইউনিয়নের কদম শহর নাপিত পাড়া গ্রাম থেকে তাকে আটক করা হয়।

তিনি দেওপাড়া ইউনিয়নের কাকল বাড়িয়া গ্রামের মো. দুলাল হোসেনের ছেলে।

অভিযোগ সুত্রে জানা যায, নাঈম প্রতিবেশির স্বামী পরিত্যক্তা এক আদিবাসী নারীকে দীর্ঘদিন ধরে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। রবিবার সন্ধ্যার প্রতিবেশী ওই নারীর ঘরের ভিতরে ঢুকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে। এসময় ওই নারী চিৎকার করলে গ্রামবাসী মো. নাঈমকে আটকে রেখে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে বখাটে যুবককে আটক করে এবং এই আদিবাসী নারীকে পরীক্ষার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেই।

গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. খলিলুর রহমান পাটোয়ারী জানান, আদিবাসী নারীকে ধর্ষণের অভিযোগে একজন যুবককে আটক করা হয়েছে। পরে আদিবাসী নারীর বাবা বাদী হয়ে ধর্ষণের মামলা দায়ের করলে সোমবার সকালে যুবককে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে ।

 

আরপি/এসকে



আপনার মূল্যবান মতামত দিন:

Top