রাজশাহী শুক্রবার, ২রা জানুয়ারী ২০২৬, ২০শে পৌষ ১৪৩২

শহীদ জিয়াবুলের মৃত্যু বার্ষিকীতে নগর ছাত্রলীগের উদ্যোগে দোয়া


প্রকাশিত:
২৮ নভেম্বর ২০২০ ২১:৫৪

আপডেট:
২ জানুয়ারী ২০২৬ ০৯:০৬

শহীদ জিয়াবুলের ৩০ তম মৃত্যু বার্ষিকীতে তার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিলের

শহীদ জিয়াবুলের ৩০ তম মৃত্যু বার্ষিকীতে তার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিলের আয়োজন করেছে রাজশাহী মহানগর ছাত্রলীগের নেতা-কর্মী। শনিবার (২৮ নভেম্বর, ২০২০) সকালে এ দোয়া মাহফিলের আয়োজন করে ছাত্রলীগ।

এর আগে, শহীদ জিয়াবুলের স্মরণে শোক র‌্যালী বের করা হয়। র‌্যালীটি নগররের বিভিন্ন চত্বর প্রদক্ষিণ করে তার সমাধির কাছে এসে শেষ হয়। র‌্যালী শেষে সমাধিতে শ্রদ্ধা নিবদেন করেন ছাত্রলীগ নেতা-কর্মী।

রাজশাহী মহানগর ছাত্রলীগের সভাপতি রকি কুমার ঘোষের সভাপতিত্বে র‌্যালীতে প্রধান অতিথি ছিলেন রাজশাহী মহানগর আওয়ামীলীগের সভাপতি ও রাসিক মেয়র এ.এইচ.এম. খায়রুজ্জামান লিটন। বিশেষ অতিথি ছিলেন মহনগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার।

এছাড়াও উপস্থিত ছিলেন নগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মীর ইশতিয়াক লিম, ১৩ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মোমিন, মহানগর ছাত্রলীগের সর্বস্তরের নেতা-কর্মী উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহমুদ হাসান রাজিব।

 

আরপি / এমবি-১



আপনার মূল্যবান মতামত দিন:

Top