রাজশাহী মঙ্গলবার, ২৯শে এপ্রিল ২০২৫, ১৬ই বৈশাখ ১৪৩২

রাজশাহীর ৬ মাদ্রাসা পেল প্রধানমন্ত্রীর উপহার


প্রকাশিত:
২৫ নভেম্বর ২০২০ ০২:৫০

আপডেট:
২৫ নভেম্বর ২০২০ ০২:৫১

ত্রাণ বিতরণ অনুষ্ঠান।

করোনা পরিস্থিতি মোকাবেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে রাজশাহী মহানগরীর ৬টি মাদ্রাসাকে তাদের শিক্ষার্থীদের জন্য ১১ হাজার ৫০০ কেজি চাল প্রদান করা হয়েছে। মঙ্গলবার বিকেলে নগরভবন চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সেগুলো তুলে দেন সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।

এ সময় মেয়র বলেন, করোনা পরিস্থিতি মোকাবেলায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা খাদ্যসামগ্রী, নগদ অর্থ প্রদানসহ বিভিন্ন সহযোগিতা প্রদান অব্যাহত রেখেছেন। রাজশাহীতে প্রধানমন্ত্রীর সহযোগিতার পাশাপাশি আমি ব্যক্তিগত উদ্যোগে গরীব-অসহায় মানুষদের খাদ্য সহায়তা প্রদান করেছি। মাননীয় প্রধানমন্ত্রী আপনাদের কল্যাণে কাজ করে যাচ্ছেন, আপনারা সবাই প্রধানমন্ত্রী ও আমাদের জন্যে দোয়া করবেন। আগামীতেও যাতে আপনাদের পাশে থেকে কাজ করে যেতে পারি।

ত্রাণ বিতরণ অনুষ্ঠানে রাসিকের প্যানেল মেয়র ১ ও ১২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবু, ১৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মোমিন, ১৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন, ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর রুহুল আমিন, সচিব আবু হায়াত মোঃ রহমতুল্লাহ, মেয়রের একান্ত সচিব আলমগীর কবির, ম্যাজিস্ট্রেট সমর কুমার পাল, ত্রাণ কর্মকর্তা জুবায়ের হোসেন উপস্থিত ছিলেন।

 

আরপি/এসকে



আপনার মূল্যবান মতামত দিন:

Top