রাজশাহী মঙ্গলবার, ২৯শে এপ্রিল ২০২৫, ১৬ই বৈশাখ ১৪৩২

বাঘায় ১০০ পিস ইয়াবাসহ একজন গ্রেফতার


প্রকাশিত:
২৫ নভেম্বর ২০২০ ০২:৪২

আপডেট:
২৫ নভেম্বর ২০২০ ০২:৫১

প্রতিকী ছবি

রাজশাহীর বাঘায় ১০০পিস ইয়াবা ট্যাবলেটসহ মিন্টু হোসেন (২৭) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২৩ নভেম্বর) উপজেলার হরিরামপুর মোড় এলাকা থেকে রাতে তাকে গ্রেফতার করা হয়।

থানার এস আই আবু তাহের জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাত ৯ টার দিকে হরিরামপুর মোড় এলাকায় থেকে ১০০ পিস ইয়াবা ও একটি ডাইং মোটর সাইকেলসহ মিন্টু হোসেনকে গ্রেফতার করা হয়।

তিনি আরো জানা, সীমান্ত থেকে ইয়াবা ট্যাবলেটগুলো নিয়ে উপজেলা সদরে যাচ্ছিল মিন্টু। এই খবর পেয়ে সঙ্গী ফোর্স সঙ্গে নিয়ে হরিরামপুর মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। পরে তার মোটর সাইকেল তল্লাশি করে ইয়াবাগুলো উদ্ধার করা হয়।

বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম জানান, ওই মাদক ব্যবসায়ী নামে ২০১৮ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬/১ ধারা মোতাবেক মামলা হয়। মামলা নং-৯ তারিখ-২৩-১১-২০২০ ইং, তার নামে থানায় আরো মামলা রয়েছে। মঙ্গলবার মিন্টুকে আদালতে পাঠানো হয়েছে।

 

আরপি/এসকে



আপনার মূল্যবান মতামত দিন:

Top