রাজশাহী বৃহঃস্পতিবার, ১৮ই এপ্রিল ২০২৪, ৬ই বৈশাখ ১৪৩১

রাজশাহীর পুঠিয়া-কাটাখালী পৌরসভায় ভোট ২৮ ডিসেম্বর


প্রকাশিত:
২৩ নভেম্বর ২০২০ ০০:৪৫

আপডেট:
২৩ নভেম্বর ২০২০ ০০:৫২

ফাইল ছবি

প্রথম ধাপে ২৫ পৌরসভায় নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এ সব পৌরসভায় আগামী ২৮ ডিসেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ঘোষিত তফসিল অনুসারে রাজশাহীর কাটাখালী ও পুঠিয়া পৌরসভাতেও ২৮ ডিসেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

 যেসব পৌরসভায় ২৮ ডিসেম্বর ভোট


ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়ন দাখিলের শেষ তারিখ ১ ডিসেম্বর, মনোনয়ন বাছাই ৩ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহার ১০ ডিসেম্বর এবং ভোট গ্রহণ ২৮ ডিসেম্বর।

সব পৌরসভায় ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোট গ্রহণ করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব মো. আলমগীর।

তিনি বলেন, প্রথম ধাপে ২৫ পৌরসভায় ২৮ ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে। সব পৌরসভায় ইভিএমে ভোট গ্রহণ করা হবে। 

এ ঘোষণা অনুযায়ী কাটাখালী ও পুঠিয়া পৌরসভাতেও ইভিএমে ভোটগ্রহণ করা হবে।

 

 

আরপি/এসকে



আপনার মূল্যবান মতামত দিন:

Top