রাজশাহী নগরের ড্রেনে পাওয়া গেলো নবজাতকের লাশ

রাজশাহী নগরের পদ্মা আবাসিক এলাকার পার্কের পশ্চিমে রাজ্জাকের মোড়ের কাছে ড্রেন থেকে নবজাতকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৫ নভেম্বর ২০২০) সন্ধ্যায় নগরের চন্দ্রিমা থানা পুলিশ গিয়ে ওই নবজাতকের লাশ উদ্ধার করে।
পরে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়। স্থানীয়রা ধারণা করছেন, ওই এলাকায় বসবাসকৃত কোন পতিতা বা অবৈধ সম্পর্কের সাথে জড়িয়ে পড়া কোনো নারীর গর্ভে জন্ম নেয় ওই সন্তানটি। পরবর্তীতে ওই নারী সন্তানটিকে জন্ম দিয়ে ড্রেনে ফেলে চলে যায়। এতে তার মৃত্যু হয়।
ধারণা করা হচ্ছে, আজ রোববার সকালে অথবা শনিবার দিবাগত রাতে নবজাতকটিকে ওই ড্রেনে ফেলে রেখে যায়। পদ্মা আবাসিক এলাকায় পুলিশ ফাঁড়ি ইনচার্জ মাসুদ রানা নবজাতকের লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন এ ঘটনার সাথে জড়িতদের খুঁজে বের করার চেষ্টা চালানো হচ্ছে।
আরপি / এমবি-১
আপনার মূল্যবান মতামত দিন: