ভাসানীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে গণসংহতি’র আলোচনা আগামীকাল

আগামী ১৭ নভেম্বর বাংলাদেশের মুক্তি সংগ্রামের অবিসংবাদিত নেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৪৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রোববার (১৫ নভেম্বর) রাজশাহীতে উন্মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
বিকেল ৩টায় নগরীর সাহেববাজারস্থ বড় মসজিদের সামনে এর আয়োজন করেছে গণসংহতি আন্দোলন রাজশাহী জেলা শাখা।
আলোচনা সভায় বক্তা হিসেবে বক্তব্য রাখবেন- গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি এবং ভাসানী অনুসারী পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা ডা. জাফরুল্লাহ চৌধুরী এবং গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় প্রধান সমন্বয়কারী জননেতা জোনায়েদ সাকি।
আলোচনা সভায় সভাপতিত্ব করবেন গণসংহতি আন্দোলন রাজশাহী জেলা শাখার আহ্বায়ক অ্যাডভোকেট মুরাদ মোর্শেদ। আলোচনা সভা সফল করার জন্য গণসংহতি আন্দোলন রাজশাহী জেলা শাখার পক্ষ থেকে রাজশাহীর সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানানো হয়।
আরপি/ এআর
আপনার মূল্যবান মতামত দিন: