রাজশাহীর পদ্মা নদীতে নৌকাডুবি: নিখোঁজ ৩
রাজশাহীর পদ্মা নদীতে দর্শনার্থীদের নৌকাডুবির ঘটনা ঘটেছে। আজ শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে রাজশাহীর হাইটেক পার্কের পাশে নবগঙ্গা পদ্মা নদীতে নৌকা ডুবির এঘটনা ঘটে।
এতে ১০ জনকে জীবিত উদ্ধার করা হহলেও এখনো তিনজন নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে। নৌকাটিতে ১৩ জন যাত্রী ছিলেন এর মধ্যে দুইজন মহিলা ও শিশু নিখোঁজ রয়েছেন।
নিখোঁজ দুই ব্যক্তি হলেন, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অফ বাংলাদেশ বিবিএ বিভাগের শিক্ষার্থী সূচনা ও 8 বছর বয়সী শিশু রিমন।
ফায়ার সার্ভিস কর্মীরা জানিয়েছেন, ঢাকা থেকে বেড়াতে আসেন ১৩ জন একটি ছোট নৌকায় পদ্মা নদীতে ঘুরতে বের হয়। বিকেল সাড়ে পাঁচটার দিকে নবগঙ্গা ৫ নম্বর বাধের কাছে নৌকাটি ডুবে যায়। এসময় স্থানীয়রা নৌকা যোগে ৭ জনকে উদ্ধার করে।
পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ফায়ার সার্ভিসের সদস্যরা আরও চারজনকে জীবিত উদ্ধার করে। এখন নিখোঁজ দুজনের উদ্ধার তৎপরতা চলছে।
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: